My photography

in #photography6 years ago

ছাদ বাগানের বারমাসি সীম। Shawkat Ali আংকেল এর কাছ থেকে ২ টা বীজ পেয়েছিলাম। ২ টাই চারা হয়েছিল। একটা মজার কাহিনী আছে বীজ পানিতে ভিজিয়ে রেখেছিলাম জার্মিনেশান হবার পর মাটিতে দেই যেই অংশটা বীজ থেকে বের হয়েছিল সেটা উপরের দিকে রেখে মাটি দেই, কয়েকদিন পর সওকত আংকেল আমার ছাদ বাগানে আসলেন, আমি ওনাকে দেখালাম আংকেল দেখেন গো চারা গুলো বড় হচ্ছে না, তখন আংকেল বলল হায় হায় তুমি কি করছ তোমার গাছের গোড়া উপরে কেন, তুলে দিখে মাটির নিচে পাতা আর কান্ড টা উপরে কি আর করার আবার ঠিক করে লাগালাম। অনেক কষ্টে গাছটা নিজেকে সামলে নিয়ে আজকে এই অবস্থানে এলো। মাশাআল্লাহ ফুলে ফুলে ভরে উঠেছে গাছটা।।41171223_2116475848364003_6586997020374859776_n.jpg

Sort:  


If you follow me, I will also follow you in return!
@alam3e, I gave you a vote!Enjoy some !popcorn courtesy of @nextgencrypto!