মরিচের নাম বাস্কেট অফ ফায়ার (Basket Of Fire)
ইংল্যান্ডে উদ্ভাবন হয়েছে।
ছোট এবং ঝোপাল জাতের গাছ। ৪৫ সেন্টিমিটারের মতো লম্বা হয়।
গাছের ডাল নিচের দিকে ঝুলে থাকে তাই ঝুলন্ত টবে লাগালে ভালো হবে।
মরিচ বেশ ঝাল এবং সুন্দর দেখতে।
ঝালের পরিমাণ প্রায় ৮০,০০০ shu
কাঁচা মরিচ তেমন স্বাদের না তবে রান্নায় ব্যবহার করা যাবে।
Wonderful!