হঠাৎ করে বিয়ের পর ভীষণ ব্যস্ত জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম।
সম্প্রতি চলছে বিপিএলের পঞ্চম আসরের খেলা। তাই খেলোয়াড়দের একটু বেশিই ব্যস্ত সময় যাচ্ছে। স্বামী তাসকিন আহমেদ অনুশীলনে। তাই হোটেলরুমে বসে সময় যেন কাটতেই চায় না স্ত্রী সৈয়দা রাবেয়ার। জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিনের স্ত্রী এভাবেই নিজের ‘হতাশা’ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। তাসকিন আহমেদের বিয়ে
সেই হতাশা কাটাতে মজলেন সেলফিতে। ছবি প্রকাশ করে লিখলেন, ‘সে অনুশীলনে, আমি যেতে পারিনি। একা একা লাগছে।’
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন তাসকিন। জাতীয় দলের সফর শেষে তাই এই টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যেও চেষ্টা করছেন নববধূকে সঙ্গে রাখতে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি মাঠেও দারুণ সময় কাটছে তার। ভাইকিংসের হয়ে পাঁচ ম্যাচে নিয়েছেন সাত উইকেট। এর মধ্যে দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন।
: vai ami vote dilam apni ki amake dieasen ? please don't mind. My link https://steemit.com/@habib1978
wow..its a great post
So sad
khub sundor post koracho