বাংলাদেশ ব্যাংকের তত্বাবধায়নে Skills for Employment Investment Program (SEIP) এর আওতায় সম্পূর্ণ ফ্রিতে রাজশাহী বিভাগের শিক্ষার্থী বিআইআইটি বগুড়া শাখা ও রংপুর বিভাগের শিক্ষার্থী বিআইআইটি রংপুর শাখায় ব্যাচ -৭ তে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
Online Registration এর জন্য লিংক এ ক্লিক করুণ (https://goo.gl/u1JXMf)
কোর্স সমূহ:
১। ওয়েব ডিজা্ইন এন্ড ডেভলপমেন্ট (৬ মাস)
আবেদনের যোগ্যতাঃ এইচ.এস.সি/ ডিপ্লোমা ইন কম্পিউটার/সমমান
২। গ্রাফিক্স ডিজা্ইন ( ৩ মাস)
আবেদনের যোগ্যতাঃ এইচ.এস.সি/ ডিপ্লোমা ইন কম্পিউটার/সমমান
৩। প্রফেসনাল ফ্রিল্যান্সিং (৩ মাস)
আবেদনের যোগ্যতাঃ এইচ.এস.সি/ ডিপ্লোমা ইন কম্পিউটার/সমমান
৪। আইটি মেন্টেন্যান্স এন্ড সার্ভিসিং ( আবাসিক )- ৬ মাস।
আবেদনের যোগ্যতাঃ উচ্চ-মাধ্যমিক অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।
৫। ইন্ডাষ্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেন্টেন্যাস্ন ( আবাসিক )- ৩ মাস ।
আবেদনের যোগ্যতাঃ এসসএসসি / সমমান।
৬। লেড মেশিন অপারেশন ( আবাসিক )- ৩ মাস ।
আবেদনের যোগ্যতাঃ নূণ্যতম ৮ম শ্রেণী।
সুবিধা সমূহ :
১. প্রশিক্ষণ ব্যয় সম্পূর্ণ ফ্রি।
২. প্রতিষ্ঠানের নিজস্ব আবাসন সুবিধা (আবাসিক ক্ষেত্রে)।
৩. সফলভাবে কোর্স সম্পন্নকারীদের বিআইআইটি জব প্লেসমেন্ট সেন্টারের মাধ্যমে চাকুরি প্রাপ্তিতে সহায়তা করা।
৪. সফলভাবে কোর্স সম্পন্নকারীকে এককালীন ৩০০০ টাকা বৃত্তি প্রদান ।
৫. উদ্যেক্তাগনকে ব্যাংক ঋণ প্রাপ্তির সহযোগিতা ।
শর্ত সমূহ : ১. একজন প্রার্থী একটি মাত্র বিষয়ে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। ২. প্রশিক্ষণ শেষে যারা আত্নকর্মসংস্থান অথবা চাকরি করতে আগ্রহী তাদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৩. মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। ৪. নিয়মিত অধ্যায়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। ৫. ক্লাশে ৯৫% উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে। ৬. লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৭. ইংরেজী সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। ৮. সকল ট্রেডের ক্ষেত্রে বয়স ১৮-৪৫ হতে হবে। Online Registration এর জন্য নিচের লিংক এ ক্লিক করুণ https://goo.gl/u1JXMf
প্রধান কার্যালয় বিআইআইটি ইঞ্জিনিয়ার্স লিমিটেড মফিজ পাগলার মোড়, শেরপুর রোড, বগুড়া ফোন নং ০১৭৬২-৬৮৬৫১৬ e-mail: biitbogra@gmail.com www.biitbogra.com রংপুর কার্যালয় ষ্টেশন রোড,আলমনগর ,রংপুর
ফোন নং ০১৭৬২-৬৮৬৫৩৪ e-mail: biitbogra@gmail.com www.biitbogra.com https://goo.gl/u1JXMf
Nice
Thank you very much for your appreciation!
nice
Thanks!
Congratulations @risingmuba17! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes received
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP