জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রফেশনাল কোর্সসমূহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
গত ১৫ জানুয়ারি, ২০১৮ তারিখে এক বিজ্ঞপ্তি জারি করা হয়, যাতে এ সম্পর্কে বলা হয়েছে । উক্ত বিজ্ঞপ্তি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.admissions.nu.edu.bd অথবা http://nu.edu.bd/admissions) -এ প্রকাশিত হয়েছে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স/সম্মান কোর্সের ভর্তি কার্যক্রম গত নভেম্বর এ সম্পন্ন হয় । এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় যার কার্যক্রম এখানো চলমান আছে ।
প্রতিবারের ধারাবাহিকতায় এবার ও জানুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সসমূহে ভর্তি কার্যক্রম শুরু করেছে । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.admissions.nu.edu.bd অথবা http://nu.edu.bd/admissions) এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে ।
অনলাইনে আবেদনের সময় "১৭ জানুয়ারি,২০১৮" তারিখে বিকাল ৪টায় শুরু হয়ে চলবে "৩ ফেব্রুয়ারি,২০১৮" তারিখ রাত ১২টা পর্যন্ত । এবং ফর্ম প্রত্যাশিত কলেজে জমাদানের শেষ তারিখ "৪ ফেব্রুয়ারি,২০১৮" ।
আবেদন পদ্ধতিঃ
আবেদনের জন্য প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.admissions.nu.edu.bd অথবা http://nu.edu.bd/admissions) গিয়ে ব্যক্তিগত তথ্য ও ছবি দিয়ে আবেদন করতে হবে । এক্ষেত্রে #Professional ট্যাব সিলেক্ট করতে হবে । এরপর আবেদনের কপি এ৪-(A4 ) কাগজে প্রিন্ট করে প্রত্যাশিত কলেজে জমা দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে । এর সাথে আবেদন ফি বাবদ ৩০০ টাকা কলেজে জমা দিতে হবে ।
বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) ওয়েবসাইট (http://www.admissions.nu.edu.bd অথবা http://nu.edu.bd/admissions)-এ দেখুন ।
ভর্তি বিজ্ঞপ্তি সরাসরি ডাউনলোড : http://app1.nu.edu.bd/notice/BIGAPTEE_HONS_PROF_2017_2018.pdf
ভর্তি সময়াবলী :