mid night

in #night5 years ago

চারিদিকে ঝিকিমিকি আলো ঝলছে কিন্তু আমার ঘরে আলো নেই আলোহীন হয়ে গেছে সব। জীবনটাই তো আলোবীহিন। অনেক ভালো আছি অনেক খারাপ আছি। তাই আলো পছন্দ না। দূরের বাড়ি গুলোতে আলো জ্বলজ্বল করছে আমার বাড়িতে আলো নেই।

কত সুন্দর পৃথিবী। আমি আমার পৃথিবীকে ভালোবাসি। আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমাকে ভালোবাসি। আমি সবাইকেই ভালোবাসি। আমি লিখতে ভালোবাসি। আমি পাগলামি করতে ভালোবাসি। আমি আমার নবীকে ভালোবাসি। আমি আমার আল্লাহকে ভালোবাসি।

20200609_220500.jpg

Sort:  

This post earned a total payout of 1.102$ and 0.551$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.