থেমে গেল ইতিহাস গড়া দ্রুততম মানবের দৌড়

in #news7 years ago

57496_rajar.jpg
স্যার রজার ব্যানস্টার। চার মিনিটে দৌড়ে এক মাইল অতিক্রম করে বিশ্বের দ্রুততম মানব হিসেবে ইতিহাস গড়েছিলেন। সেই দ্রুতমানব না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত সমস্যা ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

রবিবার (৪ মার্চ) রজার ব্যানস্টারের পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার (৩ মার্চ) ইংল্যান্ডের অক্সফোর্ডে তিনি মারা গেছেন। ২০১১ থেকে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন।

স্যার রজার ব্যানস্টার ১৯৫৪ সালের ৬ মে অক্সফোর্ডের ইফলি রোড স্পোর্টস গ্রাউন্ডে ৩ মিনিট ৫৮ দশমিক ৪ সেকেন্ড সময়ে এক মাইল পেরিয়ে রেকর্ড গড়েন। ওই বছরই তিনি কমনওয়েলথ গেমসে একই দূরত্ব অতিক্রম করে সোনা জয় করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে রজার ব্যানস্টারকে স্মরণ করে বলেন, ব্রিটিশ ক্রীড়া তারকা রজারের অর্জন আমাদের সবাইকে উৎসাহিত করেছে। তার কথা আমাদের চিরস্মরণে থাকবে।

ব্রেকিংনিউজ/ওয়াইএ
http://www.breakingnews.com.bd/bangla/international/57496.online