রেমো এবং সালমান জুটি যে সম্পূর্ণ মেকওভার ঘটাতে চলেছে এই সিরিজের তার জলজ্যান্ত প্রমাণ ‘’ ট্রেলার। রেস-অ্যাডভেঞ্চার ছবি হিসেবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এখন একটি মাইলস্টোন। নতুন এই বলিউড ছবির ট্রেলার বলে দিল, যে সেই মাইলস্টোনকেই ছুঁতে চায় এই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।