
নানা অভিযোগ, মামলা ও দল থেকে বহিষ্কারের পরও রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মুক্তার আলীই জয়ী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর প্রাপ্ত ভোটের সঙ্গে বিএনপির প্রার্থীর ভোট যোগ করলেও তার সমান হচ্ছে না।
আড়ানী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৯৮৪ জন। শনিবার সন্ধ্যায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়ানী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিন রেজা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। মোট ভোটের মধ্যে নারকেলগাছ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলী ৫ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।