যুদ্ধ কি অবশ্যম্ভাবী, জাপানকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

in #news7 years ago

kim-jong-un.jpg

নয়াদিল্লি: গতকালই কিম জং উন হুমকি দিয়েছিলেন ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জাপানকে সমুদ্রে ডুবিয়ে ছাড়বেন তিনি। আর ঠিক আজ ভোরেই পিয়ংইয়ং জাপানের দিকে নাম না জানা এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিল। যদিও নিশানা গন্ডগোল করে জাপানকে টপকে সমুদ্রে গিয়ে পড়েছে সেটি।

৩ তারিখ উত্তর কোরিয়া ঢাকঢোল পিটিয়ে পরীক্ষা করে তাদের প্রথম হাইড্রোজেন বোমা। তারপর তাদের এই প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। যদিও এ বছর এ নিয়ে ১৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা।

পিয়ংইয়ংয়ের উত্তরে সুনান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোঁড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি। ২,৩০০ মাইল গিয়ে উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপ টপকে তা গিয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরে। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবন ব্লু হাউস তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদও।

৩ তারিখের হাইড্রোজেন বোমা পরীক্ষার জন্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নতুন করে একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা কার্যকর করায় পিয়ংইয়ং জাপানকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি দেয়। বলে, আমেরিকাকে শুধু ছাই আর অন্ধকারে পরিণত করবে।

এর আগে ২৯ তারিখও সুনান থেকে জাপানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দাগে উত্তর কোরিয়া, সেটাও গিয়ে পড়ে সমুদ্রে।

২০১১-য় কিম জং উন সর্বাধিনায়ক হওয়ার পর উত্তর কোরিয়া এখনও পর্যন্ত ৮০-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।