স্যামসাংয়ের নতুন চমক, যা অ্যাপলের কাছেও নেই

in #news7 years ago

বিডিলাইভ রিপোর্ট: স্যামসাং তাদের গ্যালাক্সি এস ও নোট সিরিজ দিয়ে আইফোনের মতো গ্রাহকের মনে জায়গা করতে পারেনি। তবে স্যামসাংয়ের ঝুলিতে এমন কিছু আছে, যা অ্যাপলের কাছেও নেই। একেবারে নতুন এক স্মার্টফোন। এই ফোনটির নাম হতে পারে গ্যালাক্সি এক্স।

আইফোন এক্স বাজারে আসার আগে থেকেই স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি নিয়ে গুঞ্জন রয়েছে।

গ্যালাক্সি এক্স হতে পারে স্যামসাংয়ের প্রথম নমনীয় প্রযুক্তির বা ভাঁজ করে রাখা যায়—এমন স্মার্টফোন। কিন্তু এ স্মার্টফোন তৈরির জটিলতার কারণে শুরুতে হয়তো সীমিত আকারে তা বাজারে আসবে। গ্যালাক্সি এক্স হতে যাচ্ছে স্যামসাংয়ের প্রথম ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন।

স্যামসাংয়ের পক্ষ থেকেও এ ধরনের ফোন তৈরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্যামসাংয়ের ওয়েবসাইটের একটি পেজে ‘এসএম-জি ৮৮৮ এন০’ স্মার্টফোনটি দেখানো হয়।

স্যামসাংয়ের পক্ষ থেকে অবশ্য এসএম-জি ৮৮৮ সিরিজের ফোনের বিস্তারিত কিছু বলা হয়। এর মধ্যে এ মডেলটি বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান যেমন ব্লুটুথ এসআইজি, ওয়াই-ফাই অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়ার রেডিও গবেষণা কেন্দ্র থেকে অনুমোদন পেয়েছে। অবশ্য ফোনটি সম্পর্কে এসব অনুমোদন বা সনদ পাওয়ার খবর ছাড়া কোনো তথ্য ফাঁস হতে দেখা যায়নি।

Sort:  

Thanks for share it