আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন |অনেকদিন পর আমি আপনাদের জন্য একটি রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতন |আজকে বিকালের নাস্তায় আমি নুডলস রান্না করেছিলাম| আমি বাসায় কিভাবে নুডলস রান্না করি এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি| সামনে শীত আসতেছে অলরেডি ঋতু চেঞ্জ হচ্ছে হাতের নাগালে নানা রকমের সবজি আছে |সবজি খাওয়ার সঠিক সময় হচ্ছে শীতকাল আমি যেটা মনে করি কারণ শীতের সময় হরেক রকমের সবজি পাওয়া যায়| আজকের নুডুলসে আমার হাতের নাগালে যে সকল সবজি ছিল সেগুলোই আমি দিয়ে নুডলস রান্না করেছি |আর নুডলসটা খেতে অনেক বেশি মজা হয়েছে| এটা আমার মুখের কথা না আমি যাদের জন্য নুডুলস রান্না করেছিলাম তারাই আমাকে বলেছে| বিশেষ করে আমার হাজব্যান্ড আমাকে বলেছে অনেক বেশি মজা হয়েছে নুডুলসটা| কোন কিছু যদি আপনি কষ্ট করে রান্না করেন আর সবাই যদি খেয়ে মাশাআল্লাহ ভালো বলে তাহলে কিন্তু কষ্টটা আর কষ্ট থাকে না মুখে উজ্জ্বল হাসি থাকে| আমি সবসময় সবকিছু চেষ্টা করি নিজের মতো করে সুন্দর করে পরিবেশন করতে| চলুন বন্ধুরা আজকে আমার নুডুলস রান্নার রেসিপি টা আমরা সবাই মিলে উপভোগ করি আর আপনার কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে |
আমি আশা করব বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপি টা ভালো লেগেছে| ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন |আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আপনার আমার পাশে থাকলে আমার সামনের পথ চলাগুলো আরো বেশি সহজ হয়ে যাবে| আমার ভুল ত্রুটি গুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিন এর মতন| আজ আসে আবার দেখা হবে অন্য কোন কন্ঠের সাথে ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন |
এতদিন শুনছি দুই মিনিটে নুডুলস এখন দেখছি পাঁচ মিনিটের নুডুলস 😃😃কিন্ত রেসিপিটা সুন্দর ছিল।
😂kichu boler nai bundi tmk😂