আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সেজন চেঞ্জ হচ্ছে তাই একটু হালকা ঠান্ডা জ্বর লেগেই আছে| আজকে আমি আপনাদের মাঝে আবার এটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতন| আজকে আমি আপনাদেরকে খুব সহজে বাসায় চিকেন স্যান্ডউইচ বানাতে পারবেন এবং খেতে অনেক বেশি মজা লাগে এরকম একটা স্যান্ডউইউজ রেসিপি নিয়ে এসেছি| আজকে আমার স্যান্ডউইচ বানাতে লাগবে আপনাদের পাউরুটি, মুরগির মাংস, শসা , পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোলমরিচের গুড়ি, গরম মসলার গুড়ি, টমেটো সস, এবং লাগবে বাটার খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি এই মজাদার চিকেন স্যান্ডউইচ টা বানিয়েছি আমি আজকে স্যান্ডউইচ মেকারে বানিয়েছি| আমি ঠিক যেভাবে বানিয়েছি এভাবে করে কিন্তু আপনারা চাইলে ফ্রাই প্যান এর মধ্যেও ছেকে নিতে পারেন| অথবা নরমালে কিন্তু খাইতে পারেন| আমি ঝাল করে স্যান্ডউইচ টা বানিয়েছি অনেক দিন থেকে ডায়েট করতেছি মুখে কোন রকম স্বাদ নেই এজন্য ভাবলাম আজকে একটু নিজের হাতে তৈরি করে খাই ঝাল করে | চলেন বন্ধুরা দেখে আসি আজকের আমার পুরো রেসিপিটা|
আমি আশা করব আমার আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি দেখে থাকেন আপনার মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আমার কন্টেনগুলো আপনাদের কাছে কেমন লাগে| ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আজ আসি আবার দেখা হবে অন্য কোন কন্টেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন|