চললাম আপন ঠিকানায় |

in #mylast year

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই| আশা করি ভাল আছেন | আমিও ভাল আছি তাই তো আবারো আপন ঠিকানায় শান্তির ঠিকানায় আমার নিজের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে | কোথাও না আসলে কোন শান্তি নেই কেন জানেন আমরা মানুষ এখন যেন একটু ভিন্ন রকম হয়ে গেছে যেখানেই যাবেন দেখবেন হুড়োহুড়ি পারাপারি যেটা আমার কাছে এখন খুব খারাপ লাগে | আগের দিনে বৈঠা দিয়ে নৌকা চালাইতো মাঝি এখন আধুনিক যুগে মাঝিরা ইঞ্জিন চালিত নৌকা চালায় ইঞ্জিন চালিত নৌকায় উঠলে মিনিটের মধ্যেই মাথা ধরে যায় আমার| আধুনিক যুগে সব কিছু যত সহজে আমরা করতে পারছি তত বেশি কিন্তু আমরা অক্ষম হয়ে যাচ্ছি | আমরা সবাই যেমন ফোনে আটকে গেছি যেখানেই যায় সেখানে কিন্তু আমাদের ফোনটা সবার আগে হাতে থাকে এবং কোন অপরূপ দৃশ্য যেটাই বলেন সামনে আসে আমরা কি করি তাড়াতাড়ি করে স্মার্ট ফোনটা বের করে সাথে সাথে জিনিসটাকে ক্যাপচার করে যেমনটা আজকে আমি আপনাদের সাথে ব্লকটা শেয়ার করেছি আমার এই ছোট্ট ফোনটা তে বন্দী করে |
নৌকার মধ্যে কিছু মানুষ ওঠে যারা পারলে পেছন থেকে আগেই লাফ দিয়ে পারে যাইতে চায় ঠিক তেমনি আজকেও আমার সাথে এই ঘটনাটাই ঘটেছে আমাকে ওভারটেক করে মানুষ আগে লাফ দিয়ে নাম ছিল নৌকা আগে পারে যেতে দেয় না এভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে যেটা আজকে আমি আমার ফোনে ধারণ করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি| আমরা মানুষ আমাদের মধ্যে ধৈর্য কমে গেছে কে কার আগে যাব কে কারটা মেরে খাব এই ধরনের টেন্ডেন্সি আমাদের ভেতরে সবসময় ঘুরপাক খায়| আমার বাসায় যাইতে দুইটা নদী পার হতে হয় আর আজকের নদীতে আমি পার হয়েছি এই নদীটার নাম হচ্ছে| তিন মোহনার নদী| কারণ একটাই এই নদীতে তিনটা দিক তিন দিকে গেছে এ কারণেই এই নদী টাকে তিন মোহনা বলে| আমি আশা করব আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামতি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন|


আমি আশা করব আপনাদের কাছে বন্ধুরা আমার আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আমার ভুল ত্রুটি গুলো খাওয়ার দৃষ্টিতে দেখবেন| আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন| আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য|