আমার চরিত্র

in #my6 years ago

-মো: জালাল উদ্দিন
দেবিদ্বার, কুমিল্লা
১৩/১১/২০১৮
--------------

নিষেধ করো যাহা তুমি
আমি তাহাই করি,
করতে বলো যাহা তুমি
আমি তাহার দূরে চলি।

20180730_131818.jpg

দোষ-ত্রুটি দুর করিতে
বলো অহরহ,
পণ করি যে করবো না আর
তবুও করি শতবার;
দয়াল তুমি দয়া করো
আমার যে আর নেই কেহ!

উল্টো রথে যাত্রা আমার
তুমি কেন নির্বিকার?
দিবানিশি টানে ছয়জন
দেখি ঘোর অন্ধকার!

এই চরিত্র নিয়ে আমি
পার পাব কি ওগো স্বামী?
তোমার গুণে করলে গুণী
লোকসান কি হবে শুনি?

নাম ধরিয়া তোমার আমি
যদি ডুবে মরি,
কলংক কি আমার হবে
ওগো পাড়ের কান্ডারী!
----------০০০---------