অশ্রুসিক্ত নয়নে ভারতবাসী বিদায় জানিয়েছে বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীকে। শেষ যাত্রার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাখ লাখ মানুষ শ্রদ্ধা জানায় ৫৪ বছর বয়সে নিভে যাওয়া অভিনেত্রীকে।
মৃত্যুর আগ পর্যন্ত শ্রীদেবীর পাশে ছিলেন স্বামী বনি কাপুর। কিন্তু শত চেষ্টা করেও স্ত্রীকে বাঁচাতে পারেননি। দুর্ঘটনায় তাদের ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটল। দীর্ঘদিনের জীবন সঙ্গিনীকে হারিয়ে শোকে
কাতর বলিউডের এই নামি প্রযোজক। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর বনির করা টুইট তাই প্রমাণ করে।
আবেগময় টুইটে তিনি লিখেছেন, ‘আমার বন্ধু, স্ত্রী এবং আমার দুই সন্তানের মাকে হারালাম। পাশে থাকার জন্য আমার পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাক্সক্ষী ও শ্রীদেবীর ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে আমরা এই সময়টি কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’