Telgu Action মুভি NTR এর Jay Lava Kusa মুভি টি দেখুন এখন বাংলা সাবটাইটেলে। আর সাথে রয়েছে মুভি রিভিউ। South Fan Don,t miss

in #movie7 years ago

5ab77685ee453.jpgসকলকে জানাই নমষ্কার ও সালাম।
অনেক দিন পরে আবার মুভির রিভিউ লিখতে বসে পরলাম। B.S.S এক্সাম চলে বলে সেরকম রিভিউ লেখা হয় না আমার। আসা করি সকলেই ভাল আছেন।প্রতিবারের মত এবারও নিয়ে আসলাম আমি অসাধারন একটি ব্লকবাস্টার মুভি যা না দেখলেই মিস করবেন।
মুভি রিভিউ নিয়া এই আমার নবম পোষ্ট।

Movie Name: Jai Lava Kusa
Language: Telugu+Bangla Subtitle
Genre: Drama, Action
Released Date: 21st September
Director: K. S. Ravindr
Cast: N. T. R, ama Rao Jr. , Raashi Khanna,Thomas
Quality: HDRip – 720p | 480p
5ab776b769e0f.jpg
৩ ভাই কে নিয়ে মুলত কাহিনী। বড় ভাই জয় যেকিনা তোতলা হওয়ায় সকলের দ্বারা অবহেলিত হয়ে থাকে। অপরদিকে ছোট ভাই লব, কুশ সকলের প্রিয় পাত্র। নাট্যকলায় অভিনয়ে ছোট দুই ভাই-ই প্রাধান্য পেয়ে থাকে সবসময়। বলে রাখা ভালো যে জয় তার ছোট দুই ভাইকে অনেক আদর করতো। কিন্তু এই অবহেলার জন্য জয় ধীরে ধীরে রাবণে পরিণত হয় এবং প্রতিশোধ নেয়ার পরিকল্পনাও করে।
যার ফলস্বরূপ ঘটে যায় এক দুর্ঘটনা। ফলে ৩ ভাই-ই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এর পরের কাহিনীগুল ভালই । ৩ ভাই কিভাবে এক হলো, এবং তাদের ৩জনের সম্পর্ককে কিভাবে আগের মত করলো? এসব জানার জন্য না হয় মুভিটাই দেখে ফেলুন।5ac136badc927.jpg

★জয় এর চরিত্রটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে। জয় এর এটিটিউডটাও সেই ছিল। মুভি তে কমেডিও ভালই ছিল, ইমোশনও ভালই ছিল। শেষের দিকে ছোট একটা টুইস্ট ছিল।

★শিক্ষার বিষয় মুভি থেকে★
একটা মুভি মানুষকে সঠিক শিক্ষা দিতে পারে।
নিজের ভাইকে যে কতো ভালোবাসা যায় সেটা এই ছবিটা না দেখলে বুঝা যাবে না।সবসময়ের মতো ছোট ভাইরা সেই ভালবাসার কদর বুঝে না।অার পরিবারের মধ্যে তাকেই দাম দেয় যে কিনা পরিবারের সম্মান অানতে পারে অার যে টাকা না দিতে পারে তাকে ফকিরের মতো দেখে। অাসলে সত্যি কথা বলতে যে সম্মান এনে দেই তার পিছনের অবদান সেই বঞ্চিত ছেলেটিই।মা না থাকলে পরিবারে সমান মর্যাদা পাওয়াটা খুব কঠিন। মা সবসময়ই সবাইকে সমান চোখে দেখে।5ab77685ee453.jpg

প্রথমেই আপনি আমাদের বাংলা সাবটাইটেল টি Downlod করে নিন। আর কিভাবে সাবটাইটেল Support করাবেন আপনারা সকলে কম বেশি জানেন আমি জানি।
অনেক দিন অপেক্ষা করেছিলাম মুভিটা দেখার জন্য। ফাইনালি আকাশ_ভাই এর বাংলা সাব এর অবদানে মুভিটা দেখতে পারলাম। সাবটাইটেল টি Make করেছেন #আকাশ ভাই তাই সবাই তাকে একটা ধন্যবাদ দিবেন। প্রচুর আলোচিত তেলেগু সিনেমা বলে, আমি বাংলা সাবটাইটেল লিংক দিচ্ছি। বাংলা সাবটাইটেল
https://subscene.com/subtitles/jai-lava-kusa/bengali/1740986

এখন মুভিটি ডাওনলোড করুন আপনার পছন্দের সাইজ দেখে।
মুভির ফাইল গুলো যেকোন সময়ে ডিলেট দিয়ে দিতে পারে indishare সাইট টি। তাই দেরি না করে এখনই Downlod করুন।
http://www.indishare.me/xz54tasc9370

Sort:  

অনেক সুন্দর মুভি

tnx ridoy aj tumay group a add korbo

It is very nice movie.thanks for sharing download link.i will download it.

ai cobi ta amk daktai hbe........sai

yes all right