কৌতুক- এক : শহুরে মশার সাক্ষাৎকার
সাংবাদিক : আপনারা ময়লা পানিতে ডিম পারেন কেন?
মশা = ভালো পানিতে ডিম পারলে মানুষ সেদ্ধ করে খেয়ে ফেলতে পারে।
সাংবাদিক : মশার কয়েলে মশা মরে না কেন?
মশা = মশা মরে গেলে কয়েল কারখানা বন্ধ হয়ে যাবে।
সাংবাদিক : আপনারা মানুষের কানের কাছে বসে ঘ্যান ঘ্যান করেন কেন?
মশা = পায়ের কাছে বা অন্য কোথাও করলে শুনতে পায় না।
সাংবাদিক : শুনেছি পুরুষ মশারা রক্ত খায় না? তাহলে কী খায়?
মশা = স্ত্রীর বকা খায়।
সাংবাদিক : মশারা কামড়ালে দেহে ডেঙ্গু জীবাণু প্রবেশ করে কেন?
মশা = মশারা শুধু কি নিয়েই যাবে, কিছু দেবে না? মশারা মানুষের মতো অকৃতজ্ঞ নয়!
This post has received a 0.39 % upvote from @drotto thanks to: @arifulislamlimon.
You want higher upvotes?This post has been upvoted by @minibot with 83.3%!
Vote for my creator @isnochys as witness!
Did you know, that you can make some profit with your witness vote?
Yes