Good morning

in #missing8 years ago

শুভ সকাল
দিন যদি রাত হয়,
রাত যদি দিন হয়,
পৃথিবীটা যদি বদলে যায়!
বদলাবে কি তুমি...
বলবে কি তখন ভালোবাসি না তোমায়?
হাতে রেখে হাত চলেছি যে পথ
ভুলে যাবে কী তুমি?
চুপ কেন???
ভাবছো আমি বুঝিনী!!!
হা হা হা!!!
এত কিছু ঘটার আগেই ভুলে যাবে।
Bf তো কেবল আমি নয়
আছে সারি সারি।
সত্য করে বলো তুমি কত নাম্বার আমি?
অনেক ভালোবেসেছিলাম তোমায়।
কিন্ত ভালো থেকো Goodbye!


Source