You are viewing a single comment's thread from:

RE: মিনোবুস্টার এর সঠিক ব্যবহার ও ব্লকলিস্ট থেকে পরিত্রান এর জন্য করনীয় পদক্ষেপ

in #minnowbooster7 years ago

যাকারিয়া @zaku ভাই, আপনার পোস্ট গুলো বাংলায় দেখে খুব ভালো লাগলো ।
আমার কিছু প্রশ্ন ছিল ভাই।
১। কারো লিখা কপি পেস্ট না করে আমি যদি নিজের মত করে বাংলায় পোস্ট লিখি তাহলে কি steemit থেকে কখনো কোন সমস্যা হতে পারে ?
২। minnowbooster থেকে কিভাবে বুঝে তারা যে আমার পোষ্ট কোয়ালিটি সম্পন্ন ?
৩। যদি বিটবোট কে 20$ দেই আর 35$ এর ভোট পাই তাহলে সেটা কি লস হবেনা? 20$ দিয়ে কত ডলার এর ভোট পেলে লাভ হবে?

Sort:  

Dhonnobad @aaarif apnar mulloban somoy diye post ta porar jonno apnar proshner uttor gulo hocche:

১। কারো লিখা কপি পেস্ট না করে আমি যদি নিজের মত করে বাংলায় পোস্ট লিখি তাহলে কি steemit থেকে কখনো কোন সমস্যা হতে পারে ?

আপনি স্টিমিটে বাংলায় পোস্ট দিলে কোন সমস্যা হবে না। এখন স্টিমিটে অনেক বাঙ্গালি ইউজার রয়েছে ।

২। minnowbooster থেকে কিভাবে বুঝে তারা যে আমার পোষ্ট কোয়ালিটি সম্পন্ন ?

আপনি যখন minnowbooster এর থেকে ভোট কিনবেন তখন minnowbooster কমিউনিটি মেম্বাররা আপনার পোস্ট চেক করবে।

৩। যদি বিটবোট কে 20$ দেই আর 35$ এর ভোট পাই তাহলে সেটা কি লস হবেনা? 20$ দিয়ে কত ডলার এর ভোট পেলে লাভ হবে?

বিডবোট এর মূল নিয়ম গুলো আপনাকে প্রথমে বুঝতে হবে। এতি রিতিমত জুয়া খেলার মতো যদি বিড রাউন্ডে বেশি বিড হয় তাহলে আপনার লাভ কম হবে যদি কম বিড হয় তাহলে আপনার লাভ বেশি হবে। এসব বুঝে শুনে ভোট কিনবেন। না জেনে অতি লোভে কোন কিছূ করবেন না এতে লসটা আপনার ই হবে ।

ধন্যবাদ @zaku

Thanks for the answers brother :)