বিয়া করার জন্য যেমন মেয়ে আপনি পছন্দ করবেন

in #marriage6 years ago (edited)

বিয়া করার জন্য যেমন মেয়ে আপনি পছন্দ করবেন 

বিয়া সারাজীবনের বিষয় । এই বিষয় কে একটু উপযুক্ত ভাবে গুরুত্ব দেওয়া উছিত । সঠিক সময় যদি আপনি সঠিক কাজ না করতে পারেন । আবার সঠিক সময় যদি সঠিক মানুষকে না চিনতে পারেন তাহলে জীবন থেকে অনেক কিছু হারাবেন । 

বিয়া করার জন্য আপনি এমন মানুষকে বাচাই করবেন । যে মানুষ আপনাকে সব সময় যত্ন নিবে । আপনি কোন সমস্যা পড়লে সেই সমস্যার সাথি হইয়া আপনার সাথে সমধান করার চেষ্টা করবে । 

image source

জীবন অনেক কঠিন । এই কঠিন সময় আপনার যদি সাথি হইয়া থাকে তাহলে আপনি অনেক মনোবল পাবেন । কখনও পথ  হারবেন না । 

জীবন আল্প সময় হলেও আপনার জীবন সাথি যদি ভুল কেউ হয় । তাহলে আপনি পদে পদে ক্ষতি গ্রস্ত হবেন । আপনার জীবন সুন্দর করার জন্য সঠিক সময় সঠিক মানুষের প্রয়োজন হয় । জীবন অনেক মূল্যবান আর জীবন সাথি অ অনেক মূল্যবান । অনেক পরিবার আছে আপনার পাশেই হইত দেখবেন সঠিক জীবন সঙ্গি না পাবার কারনে অনেক পরিবার আজ অ সান্তির সম্মুখীন হচ্ছে । পরিবারে কোন শান্তি নাই । 

জীবন সঙ্গি যদি সঠিক না হয় । আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন । তাই জাসাই বাচাই করে জীবন সাথি বেছে নিন। 

Sort:  

বিয়ে আমাদের সমাজের একটি অন্য রকম মাধ্যম । যার মাধ্যম এ একটি ছেলে মেয়ে পারিবারিক ভাবে জীবন যাপন করে থাকে । তাহারা নানা ভাবে জীবন যাপন করে থাকে ।অনেক কষ্ট করে তাহারা তাদের ছেলে মেয়ে মানুষ করে থাকে।


You can also earn by making delegation. Click here to delegateFollow this link to know more about delegation benefits.Congratulations, your post received 27.20% up vote form @spydo courtesy of @sadia929! I hope, my gratitude will help you getting more visibility. to @spydo and earn 95% daily reward payout!

বিয়ে হল একটি জীবন সঙ্গী গড়ার মাধ্যম । যার মাধ্যমে এক জন আর একজনের সম্পর্কে যেনে থাকে । তাই আমাদের দেশের মানুষ আগে জীবন সঙ্গীর সম্পর্কে যেনে থাকে । এই বিয়ে হল সারা জীবনের বিষয় তাই ভেবে চিন্তে কাজ করে থাকে।

You got a 29.32% upvote from @booster courtesy of @chuadanga!

NEW FEATURE:


Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.

Good guide my friend. But i believe its all about the will and grace of God. there is no rule that make a marriage for successful