বিবাহ বার্ষিকী
আজ ১৪ ই আগস্ট, এই দিনটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, দিনটি আসলে আমার কাছে চিরন্তন বা চিরস্বরণীয় হয়ে আছে বা থাকবে।২০১৩ সালের এই দিনে আমি আমার প্রিয় মানুষটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এই দিনেই আমি আমার জীবনসঙ্গিনীকে আপন করে পাই। বিধাতা আমাদেরকে অনেক সুখী রেখেছে। আজ আমাদের বিয়ের সপ্তম বছর পুরন হলো।
(Image not shown due to low ratings)
(Image not shown due to low ratings)
Images were hidden due to low ratings.