'মাহিয়া মাহী এ ছবিতে মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি' - দীপঙ্কর দীপন

in #mahi7 years ago

mahi.jpg

পরিচালক নিজে এ কথা বলেছেন গত বৃহস্পতিবারের দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক বিনোদন সংখ্যা 'আনন্দ'-তে। অনেকে বলবেন পরিচালক আবার তাঁর ছবির আর্টিস্টকে নিয়ে খারাপ বলবেন! প্রশংসাই করবেন। বুঝলাম পরিচালক উৎসাহ দিতে এটা বলেছেন। তো আপনারা কি করছেন? তাচ্ছিল্য? ভেবে দেখুন তো কি করছেন। মাহীকে নিয়ে সমালোচনা চলুক সমস্যা নেই কিন্তু কিছু সমালোচকের বলার ধরণ যে পর্যায়ে পৌঁছেছে তাতে মনে হয়েছে মাহী-কে নিয়ে ছবির ক্যারেক্টার রিভিউ করলে না জানি কয়জন পালা করে গুষ্টি উদ্ধার করতে আসে। ভয়ই হচ্ছিল একপ্রকার।

মাহী সাংবাদিক চরিত্রে অভিনয় করেছে 'ঢাকা অ্যাটাক'-এ। এটা তার নতুন চরিত্র না। এর আগে 'দেশা দ্য লিডার' ছবিতে করেছিল। ঐ ছবিতে নায়ক শিপন মিত্র-কে নিয়ে ছবি মুক্তির আগে বেশ আলোচনা হয়েছিল কিন্তু মুক্তির পরে সে হতাশ করেছিল। নায়কের দুর্বল অভিনয়ে সে যাত্রায় মাহীর অভিনয়ই ভরসা ছিল ছবিতে নায়কের বিপরীতে। সাংবাদিক চরিত্র বাদে অন্যগুলোর ভেতর 'পোড়ামন, অগ্নি, অনেক সাধের ময়না, অনেক দামে কেনা, ভালোবাসা আজকাল, কৃষ্ণপক্ষ' এগুলোতে মাহীর উপস্থিতি ভালো ছিল। 'কৃষ্ণপক্ষ' নিয়ে সমালোচনা হলেও মাহীর পরিবর্তনটা ভালো ছিল। অন্তত নিজের ট্র্যাকের বাইরে একটা কাজ তো করেছে। রিয়াজের মতো পুরোদস্তুর অভিনেতাও মাহীর প্রশংসা করেছে।

ভাবছেন খালি ভালো দিক বলছি!
না, মাহীর সীমাবদ্ধতা আছে, ভালোই আছে। যেগুলো আছে সেগুলো যে সারাজীবনই সীমাবদ্ধতার অংশ থাকবে তা কিন্তু নয়। উন্নতি ধীরে ধীরে হবে এবং সেটাই ভালো। একদিনে পাক্কা অভিনেত্রী হওয়া ভালো না। মীম বা আঁচলের মতো বাই বর্ন অ্যাকট্রেস প্রতিভা নিয়ে সবাই যেমন আসবে না তেমনি কমার্শিয়াল নায়িকা হবার যোগ্যতা আছে এরকমও অনেকে আসবে। তাদেরকে কাজ করে যেতে যেতে দক্ষ করতে হবে এবং মাহী তেমনই একজন। তার কান্নার অভিনয় দুর্বল, তার অভিনয়ে ডেপথ স্ট্রং না। এগুলো ওভারকাম করার সময় আছে সামনে।

'ঢাকা অ্যাটাক'-এর মাহীর নতুন করে এগিয়ে যাবার একটা পদক্ষেপ। দীপঙ্কর দীপন মাহীকে প্রেজেন্টেবল করে তুলেছে। 'টুপ টাপ' গানের ভিডিও মুক্তির পরে শুভ-মাহী দুজনকেই পজেটিভলি অ্যাপ্রিশিয়েট করা হয়েছে। পূর্বের সাংবাদিকতার রোল তার অভিজ্ঞতায় ছিল। সেটাকে ভালোভাবেই কাভার করেছে সে। কান্নার দৃশ্যগুলোতে আরো অ্যাটাচমেন্ট দরকার ছিল সেটা সত্য। কেউ কেউ বলছেন এরকম ছবিতে রোমান্টিসিজম দরকার নেই। ভাইরে, পুলিশরাও মানুষ। তাদের জীবনেও প্রেম আসে। তো প্রেম আসলে রোমান্টিসিজম থাকবে না কেন! রাতের আকাশে তারা গোনা নিয়ে রোমান্টিক কথাবার্তা হলে সেটাকে আড়চোখে দেখার কিছু নেই। ভালোবাসা থাকলে কঠিন সময়ে ভালোবাসার মানুষকে নিরাপদ থাকতে বলাটাও অহেতুক কিছু নয়। বলার জন্য সমালোচনা করা আর যৌক্তিকভাবে করার মধ্যে তফাত আছে। মাহী যথেষ্ট ভালো অভিনয় করেছে এ ছবিতে, আরো ভালো হতে পারত এটা ঠিক।

সমালোচনা মানেই ফাঁসি দিয়ে দিতে হবে এমন যাতে না হয়। বিনয় দিয়েও করা যায়। মাহী আগামীতে আরো ভালো কাজ করুক এটুকু অন্তত বলুন।