তিথির গল্প

in #lovestory6 years ago (edited)

তিথির গল্প 

আজ থেকে প্রাই ৪ বছর আগের কথা ।যখন আমি খুলনাই থাকতাম । তখন আমার এক বন্ধু ছিল নাম রাকিব । সে বেশ স্মার্ট ছিল । কিন্তু একটু গরিব পরিবারের ছেলে ছিল । সে আমার খুব ভাল বন্ধু ছিল । সে অহেতুক কারও সাথে কথা বলত না । আমি আর রাকিব একই রুমে থাকতাম । কিন্তু বাসার বাসায় একটি পরিবার থাকত ওই পরিবারে একটি মেয়ে ছিল নাম তিথির বেশ সুন্দরি ছিল । এবং কথা বলত খুব সুন্দর করে। তাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যেত । ঠিক তেমনি আমার বন্ধু রাকিবও প্রেমে পড়ে গেল । ওর জন্য সারা দিন জানালার পাশে দাড়াই থাকত ।কখন একটু তিথিরের দেখা মিলবে। মাঝে মাঝে তিথির একটু হাসি দিত রাকিব কে দেখে । রাকিব কিছু বলার চেষ্টা করতো । আমাদের রুমের জানালা আর তিথিরের রুমের জানালার দুরুত্ত বেশি ছিল না প্রাই কাছেই । এজন্য খুব ভাল কথা বলার সুযোক ছিল । তিথির কি করতো সব কিছু আমাদের রুমের জানালা দিয়ে দেখা যেত । একদিন হটাত রাকিব তিথির কে ডেকে বসলো । তিথির ও এই ডাকের অপেক্ষাই ছিল । কবে রাকিব এই সুযোক পাবে । আর আমরা বন্ধুরা মিলে তিথিরকে নিয়ে অনেক কথা বলতাম রাকিব এর সাথে জড়িত করে । এই কথা গুলো তিথির ও শুনত । এবং তিথির জানত রাকিব ওর খুব ভালবাসত ।কিন্তু রাকিব কখনও বলার সাহস পাইনি । একদিন তিথিরের সাথে রাকিব গল্প করতেছে ।হটাত তিথির রাকিবের ফোন নাম্বার চাইল । রাকিবও দিতে রাজি হইল ।এই সুযোকে রাকিব তিথিরে নাম্বার ও নিল ।  ওইদিন রাকিব আর তিথিরের সারারাত কথা চলল । ওরা ২ জন রাতে ঘুমাই নাই । 

image source

আমারা বাসায় প্রাই ৭ জন মত থাকতাম । আমরা সবাই এই বিষয় টা জানতাম । আমি তিথির কে আপি বলে ডাকতাম । ওইদিন রাখিব দুপুর ১ টা পর্যন্ত ঘুমাইল । তিথির ও দুপুরে ঘুম থেকে উটছে । এই  ভাবে কিছু দিন চলল । এখন তিথির আর রাকিবের ১ ঘণ্টার ভিতরে কথা না হলে কেউ থাকতে পারে না । আবেগ ভরা ভালবাসা ছিল । সব সময় তিথির রাকিবের সাথে মুঠোফোনে গল্প করতো । রাকিব যেহেতু একটু গরিব পরিবারের সেহেতু রাকিব স্টুডেন্ট প্রাইভেট পড়াত । যা পাইত এতে ওর বাসা থেকে টাকা লাগত না। রাকিব খুব ভাল এবং ভদ্র ছেলে ছিল । তিথির ও রাকিব কে খুব ভালোবাসত । তিথিরের একটা বড় ভাই ছিল গুন্ডা মার্কা । সে একদিন এই বিষয় টা জানতে পারে । জানার পর রাকিব কে একদিন একা একা ডাকে । এবং বলে রাকিব যেন তিথিরের সাথে আর কথা না বলে। রাকিব কখনও  কথা না বলার জন্য রাজি ছিল না। রাকিব তিথিরের সাথে একদিনও কথা না বলে থাকতে পারবে না। 

image source

এইভাবে চলতে লাগলো । তিথিরের বড় ভাই রাকিব কে মারার হুমকি দেই । তাও রাকিব কিছু সনেনি । একদিন রাকিব কে তিথিরের বড় ভাই একটি থাপ্পড় মারে । তাও রাকিব কোন পতিবাদ করেনি । কিন্তু এই কথা শোনার পর তিথির ২ দিন কিছু খাইছিল না। তিথিরের পরিবারও বিষয়টা জেনে গেল ।তিথিরের মা বাবা খুব ভাল মানুষ ছিলেন । একদিন হটাত রাকিবকে ডাকল তিথিরের মা বাবা ।এবং রাকিব কে তিথিরের সাথে বিয়া দিবে রাকিব যদি কোন আপত্তি না করে। এই কথা শোনার পর রাকিব আকাশ থেকে পড়ে। এর পর রাকিব তার বাসার সবাই কে জানাই । রাকিবের পিতা মাতা ও রাজি হল । আর পর ২ জনের বিয়ের জন্য আংটি পরাই রাখল । এবং রাকিবের আর তিথিরের যে দিন লেখা পড়া শেষ হবে তখন বিয়া দিবে ওদের পরিবারের কথা হল।  

Sort:  

গল্পটা অনেক সুন্দর হয়েছে.....কাহিনীটা আসলেই অনেক রোমান্টিক...পড়ে অনেক ভাল লাগলো....আসলেই অনেক সুন্দর ও গুছিয়ে গল্পটি লিখছেন....ভাললাগলো পড়ে

অনেক ধন্যবাদ। সামনে আর ও সুন্দর গল্প নিয়া হাজির হব

ভাই আপনার Discord channel এর link টা দিন। আমিও আপনাদের সাথে add হতে চাই

https://discord.gg/YvZCmN ধন্যবাদ

গল্পটা বেশ ভাল লিখেছেন আপনি।নিজের মধ্যে একটা রোমান্টিক ভাব চলে এসেছে।

অনেক ধন্যবাদ

চমৎকার লিখেছেন। কিভাবে আপনার মত এত সুন্দর করে লিখতে পারব ধারনা দিলে উপকৃত হতাম। আপনার ডিসকর্ডে সদস্য হয়েছি।

ধন্যবাদ

You got a 32.31% upvote from @postpromoter courtesy of @chuadanga!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

You got a 12.78% upvote from @upme thanks to @chuadanga! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).

nice story. এগিয়ে যান

ধন্যবাদ

welcome

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

wool! I like your photo.

very nice story dada
keep it up

thanks

welcome, Eid Mubarak

Wow! bes romantic golpoto. keep it up..

Wow! bes romantic golpoto. keep it up..