arif0002

in #love6 years ago

গতকাল বাসা থেকে বের হওয়ার সময় মনে হলো দারোয়ান সালাম দিলো

আমিও সিরাজউদ্দৌলার মতো হাত উঠিয়ে সালামের উত্তর দিয়ে গাড়িতে উঠলাম

হুট করে আড়চোখে দেখলাম সে আসলে সালাম দেয়নি, কান চুলকাচ্ছে

আমি পুরাই বিব্রত

অফিসে আসতে আসতে ভাবছি, আচ্ছা বিব্রত কেন হলাম? আমিও তো আগে সালাম দিতে পারি

আজ বাসায় ঢোকার পথে সালামটা আমিই আগে দিবো

দিলামও তাই

সে দৌড়ে এসে ব্যাগটা ধরল, যেটা আগে সে কোনদিন করেনি

জাস্ট একটু সম্মান দেখালাম তাতেই এই অবস্থা?

মজা তো

সম্মান জিনিসটা আসলে জোর করে নিতে হয় না, আদায় করে নিতে হয়

আদায় এজ ইন, ‘ওই সালাম দেস না কেন’ টাইপ আদায় না

আপনি সম্মান করবেন তাকে সে ইন রিটার্ন আপনাকে সম্মান করবেই

আপনি সফট হবেন একজনের প্রতি, সেও সফট হবে

আপনি হার্ড হবেন, সে হবে হার্ডেস্ট

সেদিন এক ট্র্যাফিক পুলিশ গাড়ি থামালো

“সিট বেল্ট বাধেন নি কেন?”

‘সরি ভাইয়া ভুল হয়ে গেছে... আর হবে না’

সে কি করলো জানেন? সুন্দর করে বলল “আচ্ছা যান”

রাস্তায় কিছু নাছোড়বান্দা ফকির থাকে... আপনি হাত দিয়ে ইশারা দিবেন যান তো

সে দেখবেন যাবে না... আপনার গাড়ির গ্লাসের সাথে সে লেগে থাকবে সিগন্যাল না ছাড়া পর্যন্ত

ওই যে থিওরি; আপনি হার্ড, সেও হার্ড

আস্তে করে গ্লাস নামিয়ে বলেন ‘আজকে দিতে পারছি না, সরি ভাই’

দেখেন তো যায় নাকি

পৃথিবীটা শক্তের ভক্ত নরমের যম এই নিয়ম আজ খাটে না

পুলিশ আজ জোর করে আপনার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিবে আপনি সাথে সাথে বলে দিবেন “আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, ভুল পোস্টে গোল দিসেন বস”

পুলিশ ‘ইয়াল্লাহ’ বলে ইয়াবা মিয়াবা ফেলায়ে কেমনে ভাগবে দেখবেন

শক্তের ভক্ত নরমের যম এই নিয়ম আজ খাটে না

বাংলাদেশে তো নাই’ই 🙊

নিয়মটা আজ পাল্টে ‘শক্তের যম নরমের ভক্ত’

Sort:  

khub valo post

You have been defended with a 11.71% upvote!
I was summoned by @mahmudmia67.