লটকন এক প্রকার টক,মিষ্টি ফল। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ফলে লটকন খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরন হয়। এই ফলে রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি খনিজ উপাদান। খাদ্যশক্তির উৎস হলো লটকন,এছাড়া এর পাতাও ঔষুধি হিসেবে কাজ করে। এর পাতা ও শেকড় খেলে পেটের নানা অসুখ ও জ্বর কমে যায়। গরমে তৃষ্ণা মেটাতে লটকন খাওয়া যায়।
This post has received a 1.00 % upvote from @speedvoter thanks to: @ananya.
This post has received a 0.48 % upvote from @booster thanks to: @ananya.