হ্যালো বাংলাদেশী স্টেমিয়ানরা কেমন আছেন ? আশা করি ভালোই আছেন । আজ আমি একটি ভিন্নধর্মী পোস্ট দিচ্ছি। আমরা আমাদের আশেপাশে এমন অনেক মানুষকে দেখি যারা জ্ঞ্যানী হয়েও নিজেকে অন্যের সামনে সঠিক ভাবে উপস্থাপন করতে পারে না। আবার আমরা ছাত্রজিবনে এমন অনেক ক্লাস অতিবাহিত করেছি যেই ক্লাসের লেকচার আমাদের মাথার উপর দিয়ে গেছে , মানে সময় ঠিক পাড় হয়েছে কিন্তু কিছুই বুঝতে পারি নাই । এখানে আমাদের লেকচারারদের জ্ঞ্যানের অভাব সেটি আমি বলতে চাই না , কিন্তু অবশ্যই তাদের উপস্থাপনের ব্যাপারটায় অনেক ত্রুটি রয়েছে।
আমার মতে, সুন্দর ও মার্জিতভাবে কথা বলা হচ্ছে সৌন্দর্যের একটি অন্যতম প্রধান অংশ। আমরা অনেকেই এই বিষয়টার দিকে লক্ষ্যই রাখি না। কিন্তু যখন আমরা নিজেকে ভালোভাবে অন্যের সামনে উপস্থাপন করতে পারি না বা নিজের মনের কথা অন্যকে বুঝিয়ে বলতে পারি না তখন এটির অভাব অনুভব হয় । আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দেখতে সুদর্শন কিন্তু তার কথা বলার ধরন কারো কাছে পছন্দের নয়। এখানে শুধু এক্টু মাত্র স্কিলের অভাব বলবো ।আর তাই আজকের পোস্টে এসব নিয়ে আলোচনা করার চেস্টা করব।
কারো সাথে সুন্দর ও মার্জিতভাবে কথা বলতে প্রথমে নিজেকে বিশ্লেসন করতে হবে । আপনি কি কোন বিষয় নিয়ে, কার সাথে কথা বলছেন এবং আলোচনাটি কিভাবে শুরু করছেন সেটির দিক লক্ষ্য রাখতে হবে। এসবের পাশাপাশি আপনার কণ্ঠস্বরের ধরন দেখতে হবে যে সেটি গম্ভির নাকি স্বাভাবিক ।
Source
আপনি যদি কোন একটি আলোচনায় অংশগ্রহন করতে চান তাহলে প্রথমে সেখানে কোন বিসয়টা নিয়ে আলোচনা চলছে এবং সেই বিষয়টা সম্পর্কে আপনার কোন জ্ঞ্যান আছেকিনা সেটা বিবেচনা করে অংশগ্রহন করুন । আলোচনা চলা কালে অন্যের কথার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে আপনার মন্তব্য পেশ করবেন না , এতে হয়তো ঐ ব্যক্তি বিরক্ত বোধ করতে পারেন। তাই আপনার মন্তব্য জানাতে হলে অন্যের মন্তব্য শেষ হলে জানাবেন।আলোচনার মধ্যে কখনোই দ্বিধাকে স্থান দিবেন না। নিজের উপর আত্মবিশ্বাস অটল রাখুন ।
আলোচনা চলাকালীন সময় নিজের কথিত ভাষার উপর লক্ষ্য রাখুন । আলোচনার জন্য সব সময় চলিত ভাষা ব্যবহার করুন, এতে উচ্চারন করতে সুবিধা হবে। মনে রাখবেন "উচ্চারণ শুদ্ধ করলে কথা শুনতেও অনেক ভালো লাগে"। তাই আপনার উচ্চারনের দিক বিশেষ খেয়াল রাখুন । তাছাড়া আলোচনার সময় ঐ স্থানের পরিবেশের সাথে খাপ খায়িয়ে নিজেকে উপস্থাপন করুন । এর মানে হচ্ছে, আলোচনার বিষয় হয়ত গম্ভির হতে পারে তাই বলে আপনি গম্ভির ভাবে সেটি উপস্থাপন করবেন না। আপনার আলোচনার মধ্যে হাসি ঠাট্টার অ কিছু কথা বলুন এতে শ্রোতা বিরক্ত বা বোরিং অনুভব করবেন না। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে তারাতারি কথা বলার। এটা পরিহার করতে হবে। আলোচনার মধ্যে যদি আপনি তারাতারি করে আপনার উপস্থাপনা পেশ করেন তাহলে সেটি শ্রোতা নাও বুঝতে পারে। তাই ধিরে ধিরে আপনার বক্তব্য উপস্থাপন করুন। এসবের পাশাপাশি আপনার দেহ ভঙ্গির উপর খেয়াল রাখতে হবে এবং হাসি মুখে নিজেকে উপস্থাপন করতে হবে। আশা করি এসব গাইডলাইন গুলো মেনে চললে আপনি সুন্দর ও মার্জিতভাবে কথা বলতে পারবেন। এর পাশাপাশি আপনি বিভিন্ন কোর্স গ্রহন করতে পারেন।
Thank tou very much