"আর নয় কোন ভয় জয় হবে নিশ্চয়"
ক্লাসে প্রেজেন্টেশন আছে আপনি রাতে খুব ভাল করে প্রিপারেশন নিলেন ভালভাবে প্রেজেন্টেশন দিবেন বলে।আপনি ছাত্র হিসেবেও বেশ ভাল, কিন্তু সবার সামনে যখন প্রেজেন্টেশন দিবেন তখন দেখছেন আপনার হাত-পা কাঁপছে, সব ভুলে যাচ্ছেন।অথবা আপনি খুব ভাল গান করেন বাথরুম অথবা নিজে ঘরে বসে বেশ ভাল গান করেন কিন্তু যখনই মানুষের সামনে মাইক্রফোন দিয়ে গান গাইতে যান তখন আর গলা দিয়ে সুর বের হয় না।
আপনি সব সময় চেষ্টা করেন, আপনার ভেতর প্রতিভা আছে, আপনার প্রস্তুতিও সবসময় ভাল থাকে।তারপরও কেন এই সমস্যা?
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা একচুয়ালি আপনার ভেতরে বাস করা ভয় । ছোট ছোট জিনিস থেকে শুরু করে অনেক সময় বড়সড় ইন্টারভিউও সহ অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার ভেতরে বাস করা এ ভয়ের জন্য।
আজকের পাঠে আমাদের সবিকিছু কে বরবাদ করে দেওয়া এই ভয়কে কিভাবে জয় করা যায় তা নিয়ে জানব ।
১। ভয়টা ঠিক কোন সময়ে হচ্ছে এটা খুজে বের করুনঃ
আপনি প্রথম বার পানিতে নামলে আপনার ভয় লাগাটা যেমন স্বাভাবিক তেমনি প্রথম বার প্রেজেন্টেশন দেওয়ার সময় ভয় পাওয়াটাও স্বাভাবিক। প্রত্যেক মানুষই প্রথম প্রথম কোন কিছু করতে গেলে ভয় পায়। কিন্তু ভয়টা তখন আর স্বাভাবিক থাকে না যখন দেখবেন আপনি ভয় পেলে আর স্বাভাবিক চিন্তা করতে পারছেন না, প্যানিক এ্যাটাক শুরু হয়ে যাচ্ছে এবং এটা দীর্ঘ দিন ধরে হচ্ছে । তখন বুঝে যাবেন যে আপনার ভয়টা আর স্বাভাবিক পর্যায়ে নেই।
২। ভয় পাওয়ার সময় পরিবর্তন গুলোঃ
ভয় বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের, বিভিন্ন জিনিষে হয়। যেমনঃ আমার ভয় পাব্লিক প্লেসে স্পিস দেওয়া। তেমন কেউ ভয় পাই সবার মাঝে হাত তুলে প্রশ্ন করতে/উত্তর দিতে আবার অনেকে ভয় পাই বসের সামনে কথা বলতে। যেমন একেকজনের ভয় একেক জিনিসে তেমনি ভয় পাওয়ার লক্ষণও আলাদা রকম হয়। ভয় পেলে আপনি কী কী পরিবর্তন, অনুভব করছেন?
সাধারণত কেউ ভয় পেলে তার মাঝে যে পরিবর্তনগুলো আসে, তা হচ্ছে, হৃদস্পন্দন বেড়ে যাওয় নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, ঘামতে থাকা, মাথা ঘুরানো, দুশ্চিন্তা হওয়া, নিজেকে বোকা ও অসহায় মনে হওয়া ইত্যাদি।
৩ । কোন বিষয়ে ভয় পাচ্ছেন তা নির্ণয় করুনঃ
ধরি আপনি পাব্লিক প্লেসে বক্তৃতা দিবেন এখন আপনি অনেক জিনিসকে ভয় পেতে পারেন। সামনে বসে থাকা অডিয়েন্স আপনার বন্ধু-বান্ধব বা পরিচিত ছোট ভাই-বোন, যারা আপনার উপর অনেক আস্থা রাখে, কোন তথ্য ভুল হচ্ছে
You got a 39.39% upvote from @upme thanks to @jannat! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).
You got a 45.13% upvote from @postpromoter courtesy of @jannat!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker websitevote for @yabapmatt for witness! for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please
Nice post.
Very beautyful post and welldone
Good work,!!!;
@jannat please put this is other language as well .
tipuvote!
Voting service guide | For investors | Claiming Byteball Airdrop Guide.This post received 0.73 SBD upvote from @tipU funded by @cardboard | @jannat now has a chance to win free @steembasicincome share :) |
Hiloooo
You can always send me SP or SBD so i can keep helping you indirectly by helping these awesome bots.
Something for you...
Hi there! I just upvoted you, I am a semibot that sometimes vote on great content or sometimes just Create useful content. I am helping @cheetah , @FollowForUpvotes , @minnowSupport , @steemgigs , @dropahead #bots and other users right now for making the steem more helpful to new users. Contact me if you want me to follow on your content or comments. If you have any query then please contact me. Do not forget to Follow @jeevanot, I actually create content as HUMAN.
Hi