সুন্দর ও মার্জিতভাবে কথা বলতে যেসকল উপায় অবলম্বন করা উচিত ।

in #life7 years ago (edited)

হ্যালো বাংলাদেশী স্টেমিয়ানরা কেমন আছেন ? আশা করি ভালোই আছেন । আজ আমি একটি ভিন্নধর্মী পোস্ট দিচ্ছি। আমরা আমাদের আশেপাশে এমন অনেক মানুষকে দেখি যারা জ্ঞ্যানী হয়েও নিজেকে অন্যের সামনে সঠিক ভাবে উপস্থাপন করতে পারে না। আবার আমরা ছাত্রজিবনে এমন অনেক ক্লাস অতিবাহিত করেছি যেই ক্লাসের লেকচার আমাদের মাথার উপর দিয়ে গেছে , মানে সময় ঠিক পাড় হয়েছে কিন্তু কিছুই বুঝতে পারি নাই । এখানে আমাদের লেকচারারদের জ্ঞ্যানের অভাব সেটি আমি বলতে চাই না , কিন্তু অবশ্যই তাদের উপস্থাপনের ব্যাপারটায় অনেক ত্রুটি রয়েছে।


Source

আমার মতে, সুন্দর ও মার্জিতভাবে কথা বলা হচ্ছে সৌন্দর্যের একটি অন্যতম প্রধান অংশ। আমরা অনেকেই এই বিষয়টার দিকে লক্ষ্যই রাখি না। কিন্তু যখন আমরা নিজেকে ভালোভাবে অন্যের সামনে উপস্থাপন করতে পারি না বা নিজের মনের কথা অন্যকে বুঝিয়ে বলতে পারি না তখন এটির অভাব অনুভব হয় । আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দেখতে সুদর্শন কিন্তু তার কথা বলার ধরন কারো কাছে পছন্দের নয়। এখানে শুধু এক্টু মাত্র স্কিলের অভাব বলবো ।আর তাই আজকের পোস্টে এসব নিয়ে আলোচনা করার চেস্টা করব।

কারো সাথে সুন্দর ও মার্জিতভাবে কথা বলতে প্রথমে নিজেকে বিশ্লেসন করতে হবে । আপনি কি কোন বিষয় নিয়ে, কার সাথে কথা বলছেন এবং আলোচনাটি কিভাবে শুরু করছেন সেটির দিক লক্ষ্য রাখতে হবে। এসবের পাশাপাশি আপনার কণ্ঠস্বরের ধরন দেখতে হবে যে সেটি গম্ভির নাকি স্বাভাবিক ।


Source

আপনি যদি কোন একটি আলোচনায় অংশগ্রহন করতে চান তাহলে প্রথমে সেখানে কোন বিসয়টা নিয়ে আলোচনা চলছে এবং সেই বিষয়টা সম্পর্কে আপনার কোন জ্ঞ্যান আছেকিনা সেটা বিবেচনা করে অংশগ্রহন করুন । আলোচনা চলা কালে অন্যের কথার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে আপনার মন্তব্য পেশ করবেন না , এতে হয়তো ঐ ব্যক্তি বিরক্ত বোধ করতে পারেন। তাই আপনার মন্তব্য জানাতে হলে অন্যের মন্তব্য শেষ হলে জানাবেন।আলোচনার মধ্যে কখনোই দ্বিধাকে স্থান দিবেন না। নিজের উপর আত্মবিশ্বাস অটল রাখুন ।

আলোচনা চলাকালীন সময় নিজের কথিত ভাষার উপর লক্ষ্য রাখুন । আলোচনার জন্য সব সময় চলিত ভাষা ব্যবহার করুন, এতে উচ্চারন করতে সুবিধা হবে। মনে রাখবেন "উচ্চারণ শুদ্ধ করলে কথা শুনতেও অনেক ভালো লাগে"। তাই আপনার উচ্চারনের দিক বিশেষ খেয়াল রাখুন । তাছাড়া আলোচনার সময় ঐ স্থানের পরিবেশের সাথে খাপ খায়িয়ে নিজেকে উপস্থাপন করুন । এর মানে হচ্ছে, আলোচনার বিষয় হয়ত গম্ভির হতে পারে তাই বলে আপনি গম্ভির ভাবে সেটি উপস্থাপন করবেন না। আপনার আলোচনার মধ্যে হাসি ঠাট্টার অ কিছু কথা বলুন এতে শ্রোতা বিরক্ত বা বোরিং অনুভব করবেন না। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে তারাতারি কথা বলার। এটা পরিহার করতে হবে। আলোচনার মধ্যে যদি আপনি তারাতারি করে আপনার উপস্থাপনা পেশ করেন তাহলে সেটি শ্রোতা নাও বুঝতে পারে। তাই ধিরে ধিরে আপনার বক্তব্য উপস্থাপন করুন। এসবের পাশাপাশি আপনার দেহ ভঙ্গির উপর খেয়াল রাখতে হবে এবং হাসি মুখে নিজেকে উপস্থাপন করতে হবে। আশা করি এসব গাইডলাইন গুলো মেনে চললে আপনি সুন্দর ও মার্জিতভাবে কথা বলতে পারবেন। এর পাশাপাশি আপনি বিভিন্ন কোর্স গ্রহন করতে পারেন।

ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়ে পোস্টটি পরার জন্য

Untitled.png

U5dsq_LDsp_LTo_DM5i_E6ukv_Le_GVzdw1_DR.gif

Sort:  

Beautiful, really well done
Great post from you
Thanks for sharing this with us..

Hello @zaku This post has been upvoted and resteemed on behalf of Steem Tuner Community. This community always seeking for good quality post like this. And try to help them by upvote on their post. Also, Steem Tuner Community helping people a lot in many ways. All you can Participate our contest there like #weekly-curation-lounge, #invitation-challenge, #weekly-contest-challenge, #photocontest-challenge, #3-days-contest-challenge, #show-us-your-hidden-talent, and the most interesting contest is #ulog contest. So why you waiting for. Join and win SBD.

I gave you an upvote on your post! Please give me a follow and I will give you a follow in return and possible future votes!

Very good informations shared @zaku. It's necessary to talk in good manner. And to talk with proper words and tone.

Thanks @sherbanu for your input

You are right, most of all don't know the art of talking with others. But it should be our first priority as we are social being. I want to suggest a nice book "How to Win Friends and Influence People"- By Dale Carnegie. It will help some one to achieve it. At last of course i want to give you a big thanks for posting this article.

this is really good things and good concept

This post has received a 34.45 % upvote from @boomerang.

Great bro.. upvote plzz

Really helpful to students. Great job @zaku

namoskar dada.i cant understand bangla but can you tell me the theme of this article.i am from india

@zaku do u really think listening, understanding things are coignitive?

মাক্রফনে কথা বলা আর একটা খুব বড় সমস্যার ।এটা সেখার কনো সহজ উপায় আছে কি?

kub sundar,ami indian r bengali apnar lakha ta kub valo laglo amar blog ta ektu dakben bandhu

Bondhu ...ekdom thik bolechen. Sundar vabe katha bolte para ekti art.
I really respect this art !

Dhonnobad somoy diye post ti porar jonno

u r wellcome!

Apni thik bolechen but sobkhetre abar hoye othe na sothik padhatti apply kara but you are a genius!!!

Thanks for your compliment.

This post has been shown by @wishmir to 210+ followers. Please check the @wishmir page

el saber utilizar un tono de voz adecuado en el ambiente que estas es importante acompañado de un buen habla y seguridad en tus palabras, excelente informacion sobre todo para los que se dedican a la venta de algún producto.

Congratulations @zaku!
Your post was mentioned in the Steemit Hit Parade in the following category:

  • Pending payout - Ranked 8 with $ 327,75

@zaku which language is this?

This is Bangla Language.

Very informative post bro. Where are you from? i am from Sylhet in Bangladesh.

Thanks. I am from Khulna in Bangladesh

@zaku ঐ স্থানের পরিবেশের সাথে কিভাবে নিজেকে সহজে খাপ খায়িয়ে নেওয়া যায় ?

there was a lot of things that's we learned from your post.best wishes Thanks......

in this post we can learn a lot of things.Thanks and best wishes

I gave you an upvote on your post! Please give me a follow and I will give you a follow in return and possible future votes!

Well that's not how steemit work.

এক্সক্লুটেন পোস্ট! কথোপকথন আমাদের উপায় কি বলা হয় না উপর নির্ভর করে, কিন্তু কিভাবে এটি বলা হয়। সুন্দরভাবে কথা বলার একটি শিল্প, যা কোন ভাবেই আমাদেরকে অন্যদের জানাতে ও বোঝাতে সক্ষম করে। খুব শিক্ষানবিশ, আমি এটা পছন্দ! ভাগ করার জন্য ধন্যবাদ ভেনেজুয়েলা থেকে শুভেচ্ছা

ভালো লিখছেন ভাই,,😊

@zaku ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন । অনেক সময় দেখা যায় অতিট শিক্ষিত ব্যক্তি রাও সঠিক ভাবে কথা বলতে পারে না বা বিষয় টিকে সঠিক ভাবে বোঝাতে পারেন না। যেমন অনেক শিক্ষক কম শিক্ষা গত যোগ্যতা থাকা সত্ত্বেও ছাত্র দের ভালো করে বিষয় টি বোঝাতে পারেন আবার অনেক বেশি শিক্ষিত শিক্ষক রা সেটা পারেন না । বেশি শিক্ষিত হলেই যে ভালো সঞ্চালক হওয়া যায়না সে তা আমরা সবাই জানি। ধন্যবাদ আপনার এই বিশেষ পোস্ট টির জন্যে।

@zaku thank vai for this nice post