সময়ের যতার্থ ব্যবহার

in #life6 years ago

আমরা সকলেই জানি সময় কতটা মূল্যবান এবং এটির সঠিকভাবে ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক। কিন্তু আমরা সময় নষ্ট করার ক্ষেত্রে খুব পারদর্শী , বিশেষত যখন এমন কিছু আসে যা আমরা করতে চাই না।

আমাদের কেবল একটি জীবনই আছে, তাই তার প্রতি সেকেন্ডে মূল্যবান হওয়া উচিত ।এটি সত্য যে সময় কারো বন্ধু নয়। হয়তো এটা খুব দ্রুত, নয়তো এটা খুব ধীর গতিতে চলে। কিন্তু পরিশেষে এটি আমাদের হত্যা করে । সুতরাং কিভাবে আমরা আমাদের সময় কে আরো কার্যউপযোগী করে তুলতে পারি সে বিষয়টা জেনে রাখা খুব জরুরী ।


GIF Source

প্রথমত, গুরুত্বহীন জিনিস উপর সময় নষ্ট করা বন্ধ করতে হবে। আমরা সবাই কখনো কখনো এই ভুল টা করে থাকি আমরা অনেক সময় এমন একটি কাজ করতে ব্যাস্ত হয়ে যাই যা করা ততটা গুরুত্বপূর্ণ না যতটা সময় আমরা ওই কাজের পিছনে ব্যায় করি । কিন্তু জিবনে কিছু অর্জন করতে হলে অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে, আর সেই লক্ষ্য কে পূরণ করার জন্য আপনি আপনার সর্বাত্মক সময় দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্য পূরণ করতে আপনার কত সময় লাগবে সেই চিন্তা ভাবনা করে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন এবং সেই অনুযায়ী কাজ করে যান । এভাবে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন ।

আমাদের চারপাশে এমন অনেক কাজ রয়েছে যা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে। তাই প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে নিজেকে প্রশ্ন করবেন , এই কাজটা কি সত্যিই গুরুত্বপূর্ণ? এটা কি সহায়ক?
যদি উত্তর "হ্যা" হয় তাহলে কাজটা করুন, আর যদি উত্তর " না " হয় তাহলে কাজটাকে এড়িয়ে চলুন ।

তাইতো অনেক মহাগুরুরা বিভিন্ন্য উক্তিতে সময়ের তাৎপর্য বুঝিয়ে গেছেনঃ

“ 'সময়' হচ্ছে সবচেয়ে বড় দেবতা, সব ধ্বংস আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী। সময়ের চেয়ে বড় দেবতা বা ঈশ্বর দুনিয়াতে আর দ্বিতীয় নাই। ”

  • শ্রোডিঞ্জার

“ জীবন খুবই সংক্ষিপ্ত। তোমার সমস্ত কাজ ঠিক সময়মতো করে ফ্যালো। ”

  • জর্জ আর্নল্ড

Thanks for your Time @zaku

zakucustomfooter2.gif

Sort:  

চমৎকার লেখনী আপনার। আমরা সময়ের যথাযত মূল্য দেই না বলে পিছিয়ে পড়ছি। আপনার লেখনীতে চমৎকার ভাবে তুলে ধরেছেন। এ ধরনের পোস্ট আরও চাই সেই সাথে আপনার সহযোগিতা।

You got a 41.34% upvote from @postpromoter courtesy of @zaku!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker websitevote for @yabapmatt for witness! for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

৬৭ $ এর মধ্যে ৬৬$ এর ভোটই কেনা 😜😜😜

Posted using Partiko Android

Just great post brother.... Keep going.. Best of luck..

I am new here.. Need your help... Thanks in advance.