The parable of me repeatedly aligns just the freak, stupid Song, I dressed myself and forget. I forget - I have broken branches from the storm live, hovering hovering, maybe before you know it cold wind came. His eyes are all colorful, and the desire to survive is endless with happiness. Forget it - I'm going to fly, if anyone comes next to the crook. What will I blame him? I'm ecstatic. Why did he return by returning himself?
সে আমায় শত উপমায়
বারবার সাজায়
শুধুই তার খেয়ালে,
অবুঝ আমিও সং সাজি
নিজেকে ভুলে।
ভুলে যাই -
আমি ঝড়ে ভাঙা ডাল
বেঁচে আছি ঝুলে ঝুলে,
হয়ত পলকেই নিষ্প্রাণ
দমকা হাওয়া এলে।
তার ডাকে চোখ মেলি
সবকিছুই রঙিন,
বেঁচে থাকার সাধ জাগে
সুখ নিয়ে অন্তহীন।
ভুলেই যাই-
আমি ভেসে যাওয়া তরী,
কেউ পাশে আসবে
যদি কূলে ফিরি।
তাকে আর দোষ দেবো কী?
আমিই চিরদোষী।
কেন তাকে ফিরিয়ে দিয়ে
নিজেই ফিরে আসি।