আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি| আজকে আমি আপনাদের জন্য আবারো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন| সেজেগুজে আসলে কোথায় গিয়েছিলাম জানেন| শুনলে আপনারাও একটু অবাক হবেন গত বছর কেটে যে অফারটা দিয়েছিল সে অফারটা কিন্তু আমি মিস করে ফেলেছিলাম কারণ আমি যতক্ষণই জানতে পেরেছিলাম ততক্ষণে অফারটি শেষ হয়ে গিয়েছিল| তাই এবার অফারটির কথা জানতে পেরে কি গরম গরম চিকেন ফ্রাই উপভোগ করতে আমি কিন্তু সেজেগুজে দৌড় দিয়ে চলে গিয়েছিলাম | কারণ এবার যেন অফারটা মিস না হয়| অফারটা হচ্ছে দশ টাকার কুড়কুড়ে চিপসের প্যাকেটে| ১০ টাকার একটা চিপস বাসায় বসে টেলিভিশন দেখতে দেখতে অনায়াসে আরামের শেষ হয়ে যাবে তারপর খালি ওই চিপসের প্যাকেটটা আপনি যদি কেএফসি তে গিয়ে জমা দেন তাহলে কিন্তু আপনি আমার মত গরম গরম চিকেন ফ্রাই উপভোগ করতে পারবেন| তবে একটা কথা আপনাকে কিন্তু শ একশো পঞ্চাশ টাকার একটি চিকেন কিনতে হবে তাহলেই কিন্তু আপনি আরেকটি চিকেন পাবেন যদি চিপসের প্যাকেটটা জমা দেন| বলতে পারেন একটা কিনলে একটা ফ্রি শুধু এখানে ছোট্ট একটা টুইস্ট হচ্ছে চিপসের প্যাকেটটা আপনাকে কিনে ওদের কাছে জমা দিতে হবে| তাই দেরি না করে আমার ব্লকটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কেসের এই অফারটা আপনিও উপভোগ করতে পারবেন| আমি আশা করব আমার এই ব্লকটা আপনারা দেখবেন এবং আমাকে কমেন্ট অপশনে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে|
আমি আশা করব আমার আজকের ব্লকটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে| আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আমি আশা করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন বন্ধু হয়ে| আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনার কাছে আমার ব্লগ কেমন লেগেছে| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন| অবশ্যই আমার পাশে থাকবেন| আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য|