Most of the private universities do not have Bengali division (অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই বাংলা বিভাগ)

in #life7 years ago

দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়েই উচ্চশিক্ষা হিসাবে বাংলা পড়ার সুযোগ নেই। এসব বিশ্ববিদ্যালয়ে বাংলার জন্য কোনো আলাদাও বিভাগও নেই। যদিও এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে, বৃত্তি ঘোষণার পরেও তারা বাংলা বিভাগে শিক্ষার্থী পাচ্ছেন না।

বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ৯৫টি। তার মধ্যে মাত্র ১৪টিতে বাংলার জন্য আলাদা বিভাগ রয়েছে। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটিতে রয়েছে শিক্ষার্থী সংকট।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মো. আনোয়ারুল কবির জানান, ক্যারিয়ার বিবেচনায় শিক্ষার্থীদের আগ্রহ না থাকার কারণেই বাংলা বিভাগ খোলা হয় না। তিনি আরো বলেন, উদ্যোক্তা হিসাবে যারা প্রাইভেট ইউনিভার্সিটি গঠন করেছেন, তারা বিভিন্ন বিভাগগুলো খোলার ক্ষেত্রে কোন বিভাগের শিক্ষার্থীদের আগ্রহ আছে তা বিবেচনা করেন। কারণ একজন ছাত্র ছয়লাখ সাত লাখ টাকা দিয়ে একটি বিষয়ে অধ্যায়ন করল, এরপর চাকরির বাজারে তারা জায়গা খুঁজে পেল না, সেটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন দুঃখজনক, তেমন তার ক্যারিয়ারের জন্যও হতাশার।

যখন শিক্ষার্থীরা এই পরিমাণ টাকা দিয়ে বাংলা সাহিত্য পড়তে আগ্রহী হবে, তখন হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও এগিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের রেজিস্টার অধ্যাপক ইফাত কায়েস চৌধুরী বলেন, বৃত্তি ঘোষণার পরে ও তারা বাংলা বিভাগে শিক্ষার্থী পাচ্ছেন না। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবার আগে আমরাই তিন চার বছর আগে থেকে বাংলা বিভাগ চালু করেছি। প্রথম বছর থেকেই আমরা প্রথম ভর্তি হওয়া পাঁচজনের জন্য বৃত্তি ঘোষণা করেছিলাম। কিন্তু স্নাতকোত্তর পর্যায়ে কয়েকজন ছাত্র পেলেও, স্নাতক পর্যায়ে একজন শিক্ষার্থীও পাইনি। আমাদের শিক্ষক আছে, ক্লাস আছে, কিন্তু এখন পর্যন্ত স্নাতক পর্যায়ে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি।

বাংলা বিভাগ রয়েছে এরকম আরো কিছু বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও স্নাতকোত্তর পর্যায়ের কিছু কর্মজীবী শিক্ষার্থী থাকলেও, স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা একেবারেই হাতে গোনা।

এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আখতার হোসেন বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের আদলে বেসরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওই সংস্কৃতি এখনো হয়নি। এগুলো যেমন বাংলাদেশের শিক্ষায় অনেক অবদান রাখছে, তেমনি আবার তারা এমন সব বিষয়ে বিভাগ খুলতে চান, যেগুলো শিক্ষার্থীদের আগ্রহ বেশি। তবে অনেক বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম হিসাবে বাংলা খুলেছে। পুরোপুরি বিভাগ হিসাবে খুলতে হয়তো আরো খানিকটা সময় লাগবে।’

এ জন্য মঞ্জুরি কমিশন বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি কোর্স তৈরি করেছেন, যা সব বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই পড়ানো হবে। এ বছর থেকেই এই কোর্সটি পুরোদমে চালু হবার আশা করা হবে বলেও জানান তারা। মঞ্জুরি কমিশনের বিশ্বাস এর মাধ্যমে অন্তত সব বিভাগের শিক্ষার্থীদের কাছে বাংলাকে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
(Most of the private universities of the country do not have the opportunity to study Bangla as a higher education. There are no separate divisions for these universities in Bengal. Although private universities are demanding this, they are not getting any students in Bangla department even after announcing the scholarship.

There are 95 private universities in the country. Only 14 of them have separate divisions for Bengal. But there is a student crisis in this division of these universities.
Vice-Chancellor of a private university Md. Anwarul Kabir said that due to the lack of interest in the students, the Bengali section is not open. He also said that those who have formed Private Universities as entrepreneurs, they consider the interest of students of any department to open different departments.A student studied a six-year loan with seven lakh rupees, then they could not find the place in the job market, it was as sad for a university, so disappointment for his career too.)