চাকরির জন্য আর শহরে আসতে হবে না, গ্রামেই চাকরি মিলবে

in #life7 years ago

চাকরির জন্য আর শহরে আসতে হবে না, গ্রামেই চাকরি মিলবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমরা গ্রামগুলোকে সেইভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে ১৪’শটি প্রকল্প চলমান আছে এগুলো বাস্তবায়িত হলে গ্রাম আর গ্রাম থাকবে না। ১০০টি বিশেষ ইকোনোমিক জোনও গ্রামেই হচ্ছে। এখানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে।