আমার কবিতা

in #life8 years ago

বাঙালি
হাজার যুগ আগে ছিলে
ইংরেজদের কবলে
কালের ক্রমে এলে
পাকিস্তানিদের দখলে
শিশু, বৃদ্দ, বধু মিলে
দেশের মাটি ছেড়ে চলে
তারা আনলো শেষে
বীরের বেশে
হাজার প্রানের পরে
মুক্তি হলো সেই সকালে
যুদ্দের খেলা খেলে
অবশেষে সাধীন হলে
সেই শেষ বিকালে......