আমার মনের মাঝে আমি অনেক কথাই লুকিয়ে রাখি যা কখনো বলা হয়নি কাউকেই। অনেক ব্যপারেই প্রন্ড বিরক্তি নিয়ে দিন যাপন করছি। কিন্তু কখনোই কাউকে কিছু বলতে পারিনি। শুধু ভেবেছি, কিভাবে বলব? বিষয়গুলো আসলে খুবই ছোটখাট। আর একারনেই আমার যত দ্বিধা। কতগুলো বিষয় এখানে তুলে ধরছি উদাহরণ হিসাবে -
১. রাস্তায় বের হলেই যানবাহনের বেপরোয়া ভেপ্যুর শব্দ।
২. সামান্য ট্রাফিক জ্যামে পরলেই কিছু ড্রাইভার তাদের গাড়ি রং সাইডে চলে এসে জ্যাম আরও বাড়িয়ে দেয়।
৩. কমনসেন্সহীন লোকজনকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। এবং এক্ষেত্রে এসব লোকের সংখ্যা বাড়ছে আশংকাজনক ভাবে।
৪. আমাদের দেশের লোকজন রাস্তায় বসে কিংবা দাঁড়িয়ে প্রশ্রাব করতে খুব ভালবাসে। কুরুচিপূর্ণ। ফালতু।
৫. অন্যের জন্য প্রবলেম তৈরী করতে বাংলাদেশের মানুষ খুব ভাল পারে।
Congratulations @brilliancy! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!