<
গুহায় রাত্রিযাপন! এ আবার কেমন কথা! কিন্তু হ্যাঁ! প্রকৃত অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে হলে একটি বারের জন্য হলেও গুহায় রাত্রিযাপন করতে হবে আপনাকে। বাংলাদেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক গুহাগুলোর মধ্যে রয়েছে বান্দরবানের আলীকদম, খাগড়াছড়ির আলুটিলা এবং টেকনাফের কুদুম গুহা। কুদুম গুহাকে আবার বাদুড়ের গুহাও বলা হয়। এই শীতকালই গুহায় থাকার জন্য উপযুক্ত সময়। তবে আর দেরি কেন? প্রকৃত ভ্রমণের স্বাদ নিতে একটু সাহস নিয়ে চলেই যান।
"Cave night! How about this again! But yes! To get the taste of the real adventure, you have to spend the night in the cave for a bar. Among the notable natural caves of Bangladesh are Alikadam of Bandarban, Khagrachori Alutila and Teknaf's Kudum Guha. The Kudum cave is again called the cave of the bats. This winter is the perfect time to stay in the cave. Then why are you waiting? Take a little courage to taste the actual trips".