লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা: ইন্টারপোলের রেড নোটিশে ২ আসামি গ্রেপ্তার

in #libia4 years ago

image.png

লিবিয়ায় মানবপাচার মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশভুক্ত ছয় আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে জাফর ইকবাল নামে এক আসামিকে সম্প্রতি ইতালি থেকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামি শাহদাত হোসেনকে ঢাকার পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

রেড নোটিশের তিন মাসের মধ্যে এই দুই আসামি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার দুইজন গত বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

সিআইডি ওই দুজনসহ ছয় মানব পাচারকারীকে ধরিয়ে দিতে গত নভেম্বরে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল। এখনও তানজিরুল, স্বপন, নজরুল ইসলাম মোল্ল ও মিন্টু মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ সদরদপ্তরে ইন্টারপোলের সঙ্গে সমন্বয়কারী বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) এআইজি মহিউল ইসলাম জানান, ইতালির কোসেঞ্জা শহর থেকে দেশটির পুলিশ জাফরকে গ্রেপ্তার করেছে। এরপর তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হয়েছে। ওই আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Sort:  

Congratulations @nirmol! You received a personal badge!

Happy Hive Birthday! You are on the Hive blockchain for 1 year!

You can view your badges on your board and compare yourself to others in the Ranking