জীবনের প্রথম খাগড়া ছড়ি ভ্রমনটা ছিলো আমার জন্য খুবই রোমাঞ্চকর। পুত্র রিজুকে নিয়ে রাত তিনটায় ঈষৎ শীত রাতে যখন বাড়ি থেকে বেড় হই, সারা গ্রাম তখন গভীর ঘুমে। সকালের আলো ফুটার সময়টাতে বারৈয়ার হাট দিয়ে খাগড়া ছড়ির পাহাড়ী আকাবাঁকা পথ পানে ছুটতে থাকে আমাদের টিআরএক্স। কুয়াশার চাঁদরে ঢাকা বনবাদার পেরিয়ে গতিময় ছুটে চলার রোমাঞ্চ উপভোগ করছিলাম বেশ।
খাগড়াছড়ি জায়গাটা খুবই সুন্দর। আমার অনেক পছন্দের। অসাধারন লেখনী চালিয়ে যান ভাই।
@steemestar Nice Tour Brother, Nice Place , I'll tr to go there
হু অসাধারন জায়গা। মন জুড়ানোর মতো।