স্বামী স্ত্রীর মজার জোকস part 2

in #jokes6 years ago

স্বামী স্ত্রীর মজার জোকস part 2

Sijan funny jokes part 2.jpg

স্ত্রী: আচ্ছা! তুমি অফিসে যাওয়ার সব সময় আমার ছবি ব্যাগে করে নিয়ে যাও কেন???😒

স্বামী: অফিসে আমি যখন কোনো সমস্যায় পড়ি তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। বুঝলে???

স্ত্রী: তাই নাকি! তাহলে দেখো আমি কতটা সৌভাগ্যের তোমার জন্য!!!

স্বামী: হুম আমার সমস্যা যখন আসে তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি।

তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর সমস্যা বলে মনে হয় না আমার কাছে।😁😁😁

কি বল্লা!!!😭

জোকস টি পড়ার জন্য ধন্যবাদ।

Sort:  

অনেক সুন্দর জোকস হয়েছে এটা।

ধন্যবাদ আমাকে ফোলো করে আমার সাথেই থাকুন পরের জোকসটি পাওয়ার জন্য।

আমি আপনার সাথেই আছি।