ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা গেছে, জেহানাবাদের রাস্তায় ৭ জন মিলে ওই কিশোরীর ওপর হামলে পড়েছে। জামাকাপড় টেনে খুলে ফেলার চেষ্টা করছে।
আর নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে ওই কিশোরী। হাত, পা ছুড়ছে, অসহায়ভাবে চিৎকার করছে।
কিন্তু আশপাশের কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না। বরং উপস্থিত কেউ একজন ঘটনাটি তার মোবাইল ফোনের ভিডিও ক্যামেরায় তুলে রাখে। পরে সেই ভিডিও পোস্ট করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেই ভিডিও দেখেই পরে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের দুইজন কিশোরীর শ্লীলতাহানিতে জড়িত ছিল এবং বাকী দুজন ঘটনার ভিডিও তুলছিল।
অন্য তিন দুস্কৃতকারীকেও গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে বলে বিবিসি কে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ‘পস্কো’ আইনে এফআইআর দায়ের করা হয়েছে।
কাঠুয়া, উন্নাও, সুরাত, দিল্লিসহ বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে ভারতজুড়ে তোলপাড়ের মধ্যেই বিহারে গ্রামের রাস্তায় প্রকাশ্যে এ ঘটনা ঘটল।