উইকেটরক্ষক ঋষভ পান্থের অপরাজিত ৮৯ রানের সুবাদে ব্রিসবেনে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে কোহলিবিহীন ভারত। যার মাধ্যমে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল সফরকারী টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের পর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যান নিয়মিত অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান কোহলি। কোহলির উপস্থিতিতে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলাআউট হয়ে সমালোচনায় বিধ্বস্ত ছিল ভারত। তবে দ্বিতীয় টেস্টে নাটকীয় জয়ে সিরিজে সমতা আনে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারত। তৃতীয় টেস্ট ড্র হলে, চতুর্থ টেস্টেও নাটকীয়ভাবে জিতে বোর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখে রাহানের দল। ভারতের উত্থান-পতনে সাজানো এক সিরিজে শেষটাও হলো রোমাঞ্চ আর উত্তেজনায়। গ্যাবায় চতুর্থ ইনিংসে রাহানের দলের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩২৮ রানের। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪ রান তুললেও গ্যাবার কঠিন উইকেটে ভারত পঞ্চম দিনে কতটা টিকতে পারবে, সংশয় ছিল।
Congratulations @bgs! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking