Politics should be huminity full..

in #humanity8 years ago

রাজনীতি হতে হবে মানবতার রাজনীতি<

এই দেশে ভাষন দিতে সবাই পারে, ভালো রাজনীতির কথা ও বলতে পারে অপরাজনীতির মানুষ,

এই সমাজে এই রাষ্ট্রে নিজ দলের দোষ ডাকতে নিজ দলের অপকর্মের কাজ কে ডাকার জন্য,
রাজনীতির ক্ষমতার বলে অপরাজনীতির মানুষ একে অন্যের দোষ দিতেও ভালো পারে,
আমাদের দেশের রাজনীতির মানুষ গুলা রাজনীতিতে টিকে থাকার জন্য বলে থাকে ,
আমি রাজনীতিতে ক্ষমতায় আসলে এমন করবো তেমন করবো এই করবো সে করবো,
কিন্তু যখন ক্ষমতা এসে কোনো দায়িত্ব পেয়ে যাই তখন আর খবর থাকে না,

আমাদের দেশে আজ রাজনেতিক মানুষরা প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের জন্য,
কি করতে পেরেছে এই অপক্ষমতার অপরাজনীতির মানুষ গুলা সুধু ভালো ভাষন দিতে পেরেছে,
একটি দেশে বা একটি রাষ্ট্রে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়া মানে এই না যে,
দেশ ও দেশের সব কিছু ওর, দেশের সাধারন জনগণ কে জুর জবস্তি করে।
সব কিছু নিজের মত করে সাজাবে এই টা কখনো রাজনেতিক দল হতে পারে না ,
রাজনীতি দল ক্ষমতায় আসা মানে এই হলো দেশ ও রাষ্ট্রের মানুষের সকল সাধারন জনগণের কথা ভেবে
দেশের উন্ননের চিন্তা করে সাধারন জনগণের অগ্রধিকারের ও তাদের মতামত এর উপর বিক্তি করে,
দল ক্ষমতা যাওয়ার নাম হলো রাজনীতি যে রাজনীতি ক্ষমতার হাতে আছে দেশ ও জনগনের
উজ্জ্বল ভবিষৎত, নারীদের অধিকার প্রবীণদের মতামত সকল মানুষের কল্যনের চিন্তা ধারা,

কিন্তু আজ আমরা অপরাজনীতির রাজনৈতিক মানুষের কাছে সে আশা করতে পারছি না,
কারন রাজনীতি হয়ে গেছে এখন স্বার্থের আর বস্তুবাদির জন্য বলতে গেলে অমানবিক রাজনীতি,
একটা কথা আছে বাঘের বল বারো বছর, আর অপরাজনীতির বল অপশক্তির ক্ষমতা থাকা পযন্ত,
দেশের সকল মানবিক মানুষকে সমাজকেই ঘুরে দাড়াতে হবে,
রুখে দাড়াতে হবে বস্তুবাদি মানুষের বিরুদ্বে অপশক্তি ও অপরাজনীতির বিরুদ্বে,
সবাই মিলে ভাবুন , এগিয়ে আসতে হবে জনগণের অগ্রধিকারের জন্য জীবন মানবতার জন্য,
অন্যথায় ভয়াবহ জীবন কে নুতুন করে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য,
আমাদের মাঝে মহান ইমাম হায়াত যে নুতুন আলো এনেছে,সে আলোতে আলোকিত করবে দুনিয়া,
যে মানবতার রাজনীতি আমাদের সকলের জন্য উপহার দিচ্ছে সকল জাতির জন্য,
দেশ ও রাষ্ট্রের কথা ভেবে সাধারন জনগণের কথা ভেবে ইনসানিয়াত রাজনীতি আসছে,
বস্তুবাদির বিরুদ্বে সকল মানবতার মানুষের পক্ষে থাকবে এই রাজনীতি ইনসানিয়াত রাজনীতি,

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, <<<সজল

Sort:  

World of Photography Beta V1.0
>Learn more here<

You have earned 5.05 XP for sharing your photo!

Daily Stats
Daily photos: 2/2
Daily comments: 0/5
Multiplier: 1.01
Server time: 21:10:02
Account Level: 0
Total XP: 10.10/100.00
Total Photos: 2
Total comments: 0
Total contest wins: 0
When you reach level 1 you will start receiving up to two daily upvotes

Follow: @photocontests
Join the Discord channel: click!
Play and win SBD: @fairlotto
Daily Steem Statistics: @dailysteemreport
Learn how to program Steem-Python applications: @steempytutorials
Developed and sponsored by: @juliank