তোমার শুভ আগমনে সেদিন
থেমে গেলো অত্যাচার, নিপীড়ন;
মাটির মূর্তিগু্যেরা সেজদায় পড়ে
তোমায় জানাল অভিবাদন।
নভোমন্ডল, ভূমন্ডলের যত সৃষ্টি
বৃক্ষরাজি আর তরু-লতা,
তোমায় বরণ করতে সকলেই উম্মাদ
আনন্দে মাতোয়ারা;
তোমার আগমনে খুশি হয়ে
বার্তাবাহক দাসীকে করে আজাদ,
কাফের আবু লাহাব মুক্তি পেলো
হইতে কবরের আযাব।
তোমারই তরে সুজিলেন সকল
দয়াদয় ফরমান,
রহমান. রহিম, গাফফার তুমি
মানব মুক্তির নিশান।
জাগো, জাগো, জাগো বিশ্ববাসী-
আনন্দ-উল্লাসে হও মাতোয়ারা,
মুক্তির বারতা নিয়ে এলো সেদিন
খুশিতে নাচে চন্দ্র, তারা!
হে চির-আনন্দ, প্রেমময়, মহান!
তব জন্মদিনে গাহিতে জয়গান;
কৃপণতা হেরি’ তব প্রেমের গান গাহি
এ জীবন হোক কোরবান।
----------০০০---------