"বোনের বাড়িতে কাটানো বৃষ্টির সকাল"

in Praise India4 years ago

IMG_20210511_114634.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন।

আজ সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে আছে। ভোরের দিকে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল। তবে এখন ভীষণ বৃষ্টি শুরু হলো।আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ সারাদিন আবহাওয়া এমনই থাকবে।
IMG20210511110140.jpg

আমি এখন বোনের (মাসীর মেয়ে) বাড়িতে আছি।কাল রাতে এসেছি। যদিও জানি এই পরিস্থিতিতে বাইরে বেরোনো একদমই উচিৎ নয়, কিন্তু বিশ্বাস করুন প্রয়োজনের জন্যই আসা।

অনেকদিন বাদেই এলাম।অনেক পুরোনো কথা,অনেক গল্প হলো।কাল থেকে শুধু বসেই আছি, মানে বোন কোনো কাজই করতে দিচ্ছে না। কেমন যেন বাপের বাড়ি এসেছি বলে মনে হচ্ছে।যেমন বাপের বাড়ি গেলে মা মেয়েকে বলে ওই বাড়িতে তো সবই করিস এখানে করা লাগবে না,ঠিক তেমনি আমার বোন ও বলছে আমায়।

সকাল থেকেই কেমন গড়িমসি করছি।কিছুই ভালো লাগছে না, তারপর আবার এমন আবহাওয়া।এমনিতেই এমন আবহাওয়ায় কোনো কাজ ভালো লাগে না।শুয়ে শুয়ে গান শোনা,আর জমিয়ে গল্প,ব্যস আর কি চাই।

আজ এঁচোর আর কিচেন রান্না হবে,আমার বোন দারুণ রান্না করে।প্ল্যান ছিল বিকালে আমরা যমুনা নদীর পাড়ে ঘুরতে যাবো।তবে আকাশের যা লক্ষণ তাতে সারাদিনই এমন চলবে বলে মনে হয়,তাই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে বলেই মনে হচ্ছে।
IMG20210511110259.jpg

যাইহোক,এখন সকালের খাবার খেয়ে বসে বসে বাইরের বৃষ্টি দেখছি, বোন এঁচোর কাটছে বাইরে বসে।ফোন টা হাতেই ছিলো তাই কিছু ছবিও তুলে ফেললাম। দেখে আপনাদের ভালোই লাগবে আশাকরি।
IMG_20210511_114623.jpg

সারাটা দিন এমনই কাটবে,শুয়ে,বসে, গল্পে, আড্ডায়।অনেকদিন বাদে এমন একটা দিন কাটাতে চলেছি। সত্যিই জানিনা কাল কি আছে কপালে,চারিদিকের পরিস্থিতিতে চিন্তায় ভাবনায় আমরা ভালো থাকতে ভুলে যাচ্ছি। তাই এই ভালো থাকার মুহূর্ত গুলো সত্যিই নিজের সাথে রাখতে চাই।

আপনারাও ভালো থাকুন,আপনাদের সকলের দিনটি খুব ভালো কাটুক। সাবধানে থাকবেন।