প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আপনারা নিশ্চয় ভাবছেন কেন আজ আমি হটাৎ এই বিষয়ে লিখতে চলেছি? আসলে আমি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকেই লিখছি, হ্যাঁ অনেকের মতের সাথে নাও মিলতে পারে, কারণ জীবনটা সবার আলাদা, তাই প্রত্যেকের অভিজ্ঞতাও আলাদা হবে এটাই স্বাভাবিক।
তবে আমার বিশ্বাস একটা বিষয়ে আপনারা একমত হবেন,যে প্রত্যেকটা মেয়ে নিজের একটা স্বপ্ন নিয়ে সংসার করতে আসে। তবে পরিবেশ বলুন বা পরিস্থিতি সেই স্বপ্নকে অনেকাংশে পাল্টে দেয়। এবং অদ্ভুতভাবে আমারও সেই পরিস্থিতি অনুযায়ী নিজেদের স্বপ্নকে পাল্টাতে শুরু করি, আর সেই দিন থেকেই শুরু হয় পালাবদলের খেলা।
সত্যি বলতে, কথাটা আমার বোন শ্বেতাকে দেখেই আর ও বেশী করে নাড়া দেয়। বিয়ের আগে থেকেই ভিকি আর ওর পরিবারের সাথে ওর যেমন সম্পর্ক জানিনা বিয়ের পর কতটা একই থাকবে। কারণ পরিবর্তন অবশ্যম্ভাবী। তবে সেটা ভালো না খারাপ নির্ভর করে পরিস্থিতি আর নিজের পরিবর্তনের উপর।
ভালো লাগে দেখে এখন কোথাও গেলে একসাথেই যায়। যে কোনো অনুষ্ঠানে যাতায়াত করে। ভালো সময় কাটায়। তবে এক - দুদিন বলে হয়তো সমস্যা গুলো চোখে পড়ে না, তবে এক জায়গায় থাকলে কমবেশী সমস্যা তো হবেই। মানিয়ে চলার উপরও অনেক কিছু নির্ভর করে।
তবে মেনে চলা আর মানিয়ে চলা কথা দুটোর মানে সম্পূর্ণই আলাদা। এইটুকু না বুঝে আমিও ভুল করেছি তবে চাইনা আমার বোন ও একই ভুল করুক। সবাইকে নিয়ে ভালো থাকুক এটাই চাই, তবে জানেন তো এই সবার মধ্যে আমিও আছি, এটা ভুলে গেলে চলবে না, তাহলে এক সময় দেখা যাবে সবাই আছে শুধু আমিই কোথাও হারিয়ে গেছি, যেটা আমার সাথে হয়েছে।
সবাইকে ভালো রাখার মতনই নিজেকে ভালো রাখাটাও আমারই দায়িত্ব। এটা আমাকেই পালন করতে হবে, অন্য কেউ আমার হয়ে সেটা পালন করবে না। তাই নিজে ভালো থাকার জন্য নিজের ভালোলাগা গুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। যেটা আমি ভুলতে বসেছিলাম, বলতে পারেন এখন আবার নতুন করে চেষ্টা করছি, দেখি কি হয়।
শ্বেতাকে আমি আমার দিক থেকে বুঝিয়ে বলেছি, বিয়ের পর ওর ও যে সমস্যা হবে এমনটা আমি একদম চাইনা। আসলে শুরু থেকে যদি জানা যায় পরবর্তী সময়ে কি হওয়ার সম্ভবনা থাকতে পারে তাহলে সমস্যা গুলো সমাধান করতে সুবিধা হয়। তবে ও সবাইকে নিয়ে ভালো থাকুক আমি সেটাই চাই। আর আপনারাও ওদেরকে আশীর্বাদ করবেন, যাতে ওরা একটা সুখী পরিবার গড়তে পারে।
আমার এই লেখাটা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, আমি শুধুমাত্র নিজের অভিজ্ঞতা থেকে কথা গুলো শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন।আপনাদের দিনটা খুব ভালো কাটুক।
লেখাটা বাস্তব ঘেঁষা ভালো লাগলো পড়ে। কিছু মানুষের চিন্তাধারা বদলালে পৃথিবীর চেহারাটাই পাল্টে যেত।