বন্ধুরা,
আমরা সময় অসময় উপরিউক্ত কথাগুলো প্রায়শই শুনে থাকি কিন্তু খুব কম মানুষ নিজের জীবনে কথাগুলো কে যথার্থ ভাবে প্রয়োগ করে থাকি।
অনেক সময় আমি অনেক মানুষকে দেখেছি যারা নিজের ভাগ্যকে দোষারোপ করে নিজের বিফলতার কারণ হিসেবে।
কিন্তু একটু যাচাই করলেই দেখা যাবে তাদের এই বিফলতার কারণ তারা নিজের কাজের বিষয় না তো পরিশ্রমী, না একাগ্র, আর না আছে তাদের মধ্যে নিষ্ঠা।
আসলে এই বিষয়গুলি বোধ হয় তখন ই কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব যদি তার একার উপরে সংসারিক দায়িত্ব থাকে।
আবার আর এক্ ধরনের মানুষ ও আছে যারা কাজের প্রতি সচেতন কারণ সে কাজটি ভালোবাসার জায়গা থেকে করছে।
কিন্তু এর বাইরে আর এক শ্রেণীর মানুষ আছেন যারা জীবনে সব কিছুই সহজলভ্য ভাবে পেয়ে অভ্যস্থ তাই একটু অসুবিধায় পড়লে ই একটা সুযোগ খোঁজে সহজে সেই বিপদ থেকে উদ্ধার পেতে।
এবং যেই মুহূর্তে বিপদ পার হয়ে যায় তারা আবার স্ব - মহিমায় ফিরে আসে।
আসলে জীবনে একটা কথা ছোটো থেকেই শিখে বড়ো হয়েছি, সেটা হলো ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়।
সাময়িকভাবে কেউ মানবিকতার খাতিরে উপকার করতেই পারে কিন্তু সেটাকে কখনো অভ্যেস করে অন্যের অর্থের প্রতি নির্ভরশীল হয়ে পড়াটা কখনোই প্রশংসা পেতে পারে না।
আমি ধন্যবাদ জানতে চাই এই blockchain প্ল্যাটফর্ম কে যার জন্য আজ আমি অবসর নেবার পর ও আর্থিক উপার্জন এ সক্ষম।
আমাদের প্রকৃতি টা আসলে অদ্ভুত, কোনো কিছুর কদর হারিয়ে গেলে করি।
যতক্ষণ সেটা আমাদের কাছে থাকে তার প্রয়োজনীয়তা আমরা বুঝি না।
আধুনিক প্রজন্ম কে ধন্যবাদ এইরকম একটা প্ল্যাটফর্ম আবিষ্কারের জন্য।
অনেক মানুষ আজ এই করোনা কাল এ উপার্জন করতে পারছে এই ব্লগ এ লেখার মাধ্যমে।
এবং ধন্যবাদ @royalmacro কে এই প্ল্যাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য এবং প্রতিনিয়ত নিজের ব্যস্ততার মাঝেও এসে কিছু প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়াবার জন্য।
সব শেষে বলতে চাই, জীবনে সব সুযোগ সবাই পায় না।যদি কোনো কারণে একটা সুযোগ এসে থাকে উপার্জনের নিজের একাগ্রতা, সততা , একনিষ্ঠতা এবং পরিশ্রম দিয়ে তাকে আগলে রাখুন।
আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন। অযথা বাইরে বের হবেন না।
নমস্কার।