আপনাদের সবার জন্য আরেকটা হলুদ ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছে।

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমিও ভাল আছি আল্লাহর রহমতে।

আপনাদের সবাইকে আমার আরেকটা হলুদ ফুলের ফটোগ্রাফিতে স্বাগতম।

20220712_160202.jpg
আজকে আমি আপনাদের জন্য যে ফুলটি নিয়ে এসেছি আশাকরি আপনারা সেই ভুলটি নাম অবশ্যই জানেন। এই ফুলটির নাম হল, (অলকানন্দা) ফুল।

এলামন্ডা ফুলের নাম নিয়ে রয়েছে মতভেদ তাইতো একই ফুলের ভিন্ন ভিন্ন নাম।ফুলটি দেখতে মাইকের মত বলে বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজন 'মাইক ফুল' বলেও থাকেন।

20220712_160159.jpg
ঘন্টা ফুল, কেউ কেউ কলকি বা কলকে ফুল নামে চেনে।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ফুলেরই নতুন নামকরণ করেছিলেন।তিনি এই ফুলের নাম দিয়েছিলেন 'অলকানন্দা ফুল'।এই ফুল কয়েক রঙের হয়ে থাকে।

শীতে গাছের সমস্ত পাতা ঝরে যায় ও বসন্তের শেষে গাছে নতুন পাতা গজায় এবং তারই সাথে গাছে ফুল কলির আগমন ঘটে । পাতার রঙ গাঢ় সবুজ ।
20220712_160156.jpg
নমনীয় কোমল পাপড়ি পাঁচটি এবং ফুল গন্ধহীন। গ্রীষ্মের শুরুতে গাছে ফুল ফোটে এবং এর ফুল ফোটার ব্যপ্তিকাল হেমন্তকাল সময় জুড়ে।

তবে বর্ষা ঋতুতে গাছে সবচেয়ে বেশী পরিমাণে ফুল ধরে। ফুল শাখা-প্রশাখার অগ্রভাগে একই সাথে দুই থেকে পাঁচটি পর্যন্ত ফুটতে দেখা যায় ।

20220712_160154.jpg
টবে চাষ করা যায়। বীজ ও ডাল কাটিং এর মাধ্যমে এর বংশ বিস্তার করা যায়। আশা করি আপনাদের সবার কাছে আমার বিয়ের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।

আশাকরি আপনাদের আপনারা সবাই এই ফুলটি আপনাদের বাড়ির সামনে বা অন্যান্য জায়গায়ও দেখেছে। এই ফুলটি সব জায়গায় দেখা যায়।
20220712_160152.jpg
এই টুলটি অনেক জনপ্রিয় যেখানেই যাই আমি তিনটে বেশিরভাগ দেখি একটু দেখতে কিন্তু সবথেকে সুন্দর একটি ফুল।

আশা করি আপনাদের কাছে আমার বর্ণনাটি আবার আমার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগবে, ধন্যবাদ।

PhotoEditor_2022716202242873.jpg

সমাপ্তি।

আমার মোবাইলের নাম
Samsung Galaxy A32
camera 64MP

আমার সস্তি দেখার জন্য ধন্যবাদ।

Sort:  

Congratulations @shuvobd1! You received a personal badge!

Happy Hive Birthday! You are on the Hive blockchain for 1 year!

You can view your badges on your board and compare yourself to others in the Ranking

Check out the last post from @hivebuzz:

The Hive community is in mourning. Farewell @erikasue!
Level up your NFTs and continue supporting the victims of war
Support the HiveBuzz project. Vote for our proposal!