টগর ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন, আমি ভালো আছি আল্লাহর রহমতে।

PhotoEditor_202271520616761.jpg

আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা ফুল ফটোগ্রাফি পোষ্টে স্বাগতম।

আজকে আমি আপনাদের জন্য এমন একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি যে ফুলটা আপনারা সবাই চেনেন। আমার জানা মতে এই ফুলটা আপনাদের বাড়ির আশেপাশে।

অথবা মসজিদের সামনে বাড়ির গেটের সামনে লাগানো হয়। এই ফুলগুলো দেখতে সত্যিই অনেক সুন্দর অসাধারণ আমার অনেক পছন্দ।

IMG-20220714-WA0017.jpg

IMG-20220714-WA0020.jpg

এবং কি সাদা রঙের ফুল আমার দেখতে অনেক ভালো লাগে। সত্যি বলতে সাদা রঙ্গের ফুলগুলো সব থেকে সুন্দর হয়। আমার জানামতে আপনাদের সবার কাছে এই ফুলটা অনেক ভালো লাগবে।

আমার জানামতে আপনারাই ফুলটার নাম জানেন তবুও আমি যখন এই পোস্টটি করতেছি তাহলে ফুলটার নাম বলে দি এই ফুলটার নাম হল টগর ফুল।

এই ফুলটা দেখতে অনেক সুন্দর। এই ফুল টা পাচটা ধাঁপ আছে। এই ফুলগুলোর ভিতরে কোন কোলি থাকেনা। এই ফুলগুলো একটা গাছের ভিতর অনেক ভুল ধরে থাকে।

IMG-20220714-WA0013.jpg

IMG-20220714-WA0011.jpg

এই ফুলগুলোর গাছ অনেক যত্নের সহিত উঠাতে হয় না হলে এই ফুলগুলোর গাছ মরে যায়। বেশি যত্ন না ফেলে এ প্রলোভনের গাছ বেশিরভাগই মরে যায়।

যত বেশি যত্ন পাবে এই গ্রুপ ফুলগুলো গাছ ততই বেশি এই গাছ গুলোতে অনেক ভুল ধরবে। এই ফুলের গাছ আমাদের বাড়ির সামনে রয়েছে।

IMG-20220714-WA0015.jpg

IMG-20220714-WA0022.jpg
বাড়ির সৌন্দর্যের ক্ষেত্রে যে ফুল গাছগুলো লাগানো অনেক দরকার। দরকার বলতে বাড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য এই ফুলগুলো অনেক সুন্দর একটা দৃশ্য।

আশাকরি আর বেশি কিছু বলা লাগেনা আপনারা আমার জানামতে এই ফুলগুলোর সম্পর্কে আরো বেশী জানেন আমার থেকে।

IMG-20220714-WA0021.jpg

IMG-20220714-WA0019.jpg
আপনাদের কাছে যদি আমার পোষ্টের বর্ণনা ভালো লাগে এবং কি আমার ফটোগ্রাফি ভালো লাগে। তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।

আমার মোবাইলের নাম

Samsung Galaxy A32

camera 64MP

সমাপ্তি।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্ট টি দেখার জন্য।

Sort:  

Sustain and maintain👌. Reshared.♻