Introduce Myself-Finally come back and join hive

in BDCommunity5 years ago

অাসসালামু অালাইকুম ওয়া রহমাতুল্লাহ। অাপনারা কেমন অাছেন সবাই? অাশা করবো সবাই সুস্থ অাছেন, বেঁচে অাছেন। দূর্যোগকালীন সময়ে, দীর্ঘ কয়েকমাস পর অামি মোঃ ইয়াছিন অাবারো হাজির হলাম অাপনাদের কাছে। বলতে পারেন, ভালোবাসার এক-প্রকার শক্তির টানে, মায়ার টানে। অাপনারা অনেকে হয়তো চেনেন অামাকে তবে অধিকাংশেরি না চেনার কথা। অামি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ২০২০ ব্যাচ এইচ, এস, সি পরীক্ষার্থী । অামি দীর্ঘ সময় ধরে অফ-লাইনে ছিলাম। অন-লাইন, অফ-লাইন সকল প্লাটফর্ম থেকে দূরে ছিলাম, তবে ফিরে এসে দেখতেছি এ যেনো নতুন অাঙ্গিনা, নতুন দূয়ার Hive...!!


IMG_20181223_105524.jpg

IMG_20200611_165712-01.jpeg

তবে কিছুটা খারাপ লাগছে Steemit এর জন্য। তারা অবশেষে হয়তো ব্যার্থ। দীর্ঘদিন কাজ করেছিলাম সেখানে। এক প্রকার মায়া অার সৃতি কাজ করতো সচরাচর। কিন্তু কপালে না অাগাইলে কিছু করার থাকেনা বটে, কাজ করতে করতে ফোনটা নষ্ট হয়ে যায়, কিন্তু ঠিক করে চালানো সম্ভব হয়নি, ফোনের অস্তিত্ব খারাপ হয়ে গেছিলো। এক সময়ে ফোনটাই হাতছাড়া করতে হয়, সবকিছু থেকে যেনো দূরে সরে যাই। ফিরতে চেয়েও পারিনি। নতুন ফোন কিনাও সম্ভব হয়নি, টেষ্ট পরীক্ষা ছিলো, দেন এইচ, এস, সি পরীক্ষা হওয়ার কথা ছিলো, কিন্তু করোনা এ ভাইরাসের জন্য কিছুই সম্ভব হলো না। খুব বেকায়দায় পরে যাই, পরীক্ষা শেষে ফোন কেনার কথা, কিন্তু সেই পরীক্ষা অার হয়না। যাই হোক, পরীক্ষা তো হইলোই না, অবশেষে ফোন কিনলামি (Vivo Y19 Model) অনেক কষ্টে, অনেক পরিশ্রমে।



তো, পোষ্টের মাধ্যমে এখন থেকে সবকিছু নিয়েই কথা হবে, শেয়ার হবে, গল্প হবে, বিনোদনো হবে। অাবারো সেই অাগের মতো একটিভ হতে চাই, অাপনাদের মাঝে থাকতে চাই। প্রতিনিয়ত কাজ করে যেতে চাই। সবার দোয়া, অাশির্বাদ ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। অাশা করবো সবাই দোয়া রাখবেন অামার প্রতি ও পাশে থাকবেন। অার হ্যা, অামি কিন্তু অনেক ছোট, সবার ছোট ভাই হবো হয়তো। অাপনারা অামার প্রাণপ্রিয় বড় ভাই, বিশেষ করে অাজিজ ভাই, সৌরভ ভাই, জাকু ভাই, হাফিজুল্লাহ ভাই, শুভ ভাই, প্রিয়ানাক অাপু সহ অারো কয়েকজন ভাই ব্রাদারস রয়েছে যাদের প্রত্যেকে মিস করেছি, খুব স্বরণ হইতো ওনাদের। হয়তো তারা অামাকে স্বরণ নাও হতে পারে। বিডি কমিউনিটির সব কিছুকেই খুব মনে পড়তো।

IMG_20190817_174211-01.jpeg

যাই হোক, তবে খুব ভালো লাগতিছে নতুন ফোনে নতুন প্লাটফর্মে কাজ করার অনুভূতি টা। অনেক উত্তেজিত ছিলাম এই প্লাটফর্মে অর্থাৎ Hive এ কাজ করার জন্য। অবশেষে শুকরিয়া অালহামদূলিল্লাহ। সেই উপর ওয়ালার বিশেষ রহমতে অাপনাদের মাঝে অাবারো ফিরতে পেরে খুব খুশি লাগতিছে।



অার সেই সাথে, সবাই বাসায় থাকি, নিরাপদে থাকি, অপরকে নিরাপদ রাখি। ধন্যবাদ...!!

Sort:  

Hi @yeasin1971, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON